RCB vs KXIP Preview: ১ রানের বিতর্ক ভুলে আজ প্রীতির পাঞ্জাব বিরাটের আরসিবির মুখোমুখি

দলের ভারসাম্যের জন্য প্রথম ম্যাচেই বাইরে থাকতে হয়েছিল ক্রিস গেইল। তাঁকে ফেরানো হতে পারে। সেইসঙ্গে দেখা যেতে পারে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে।

দলের ভারসাম্যের জন্য প্রথম ম্যাচেই বাইরে থাকতে হয়েছিল ক্রিস গেইল। তাঁকে ফেরানো হতে পারে। সেইসঙ্গে দেখা যেতে পারে কিউই অলরাউন্ডার জিমি নিশামকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিল্লির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ এবং আম্পায়ার বিতর্ক দূরে সরিয়েই এবার কিংস ইলেভেন পাঞ্জাব দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে একদম নতুনভাবে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৯ তম ওভারে ক্রিস জর্ডানের একটি রান বাতিল করে দেন আম্পায়ার। পরে যদিও দেখা যায় আম্পায়ারের সিদ্ধান্ত একদমই ভুল ছিল। সেই ভুল সিদ্ধান্তই টাই ম্যাচে শেষ পর্যন্ত ফারাক গড়ে দেয়। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন বীরেন্দ্র শেওয়াগ এবং প্রীতি জিন্টা।

Advertisment

কিংসরা যেখানে বিতর্ক দগ্ধ, সেখানে প্রথম ম্যাচ সানরাইজার্সকে হারিয়ে ভালোভাবেই শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির জার্সিতে অভিষেকেই দুরন্ত হাফসেঞ্চুরি উপহার দিয়েছেন দেবদূত পাডিকাল। কিংস ম্যাচেও ফোকাসে থাকছেন তিনি। সেইসঙ্গে এবি ডিভিলিয়ার্সও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া।

আরো পড়ুন IPL 2020: ৩ ওভারে সাড়ে ১৫ কোটির বোলারের খরচ ৩৯ রান! লজ্জার রেকর্ড কামিন্সের

Advertisment

সোমবার বিরাট কোহলি এবং ফিঞ্চ-দুজনই দারুণ শুরু করেছিলেন। দুই তারকাই মিডল অর্ডারে আরো বেশিক্ষণ কাটাতে চাইবেন। আরসিবির বোলিংয়ের বরাবরই প্রধান অস্ত্র যুযবেন্দ্র চাহাল। প্রথম ম্যাচেই চাহাল প্রতিপক্ষের ব্যাটিং বিপর্যয় ঘটিয়ে দেন।

আরসিবি আবার ফের ক্রিস মরিসের সার্ভিস পাবে না। চোট পেয়ে কিংস ম্যাচে থাকবেন না তিনি। নিলামে ১০ কোটি টাকায় কেনে বিরাট কোহলির দল। এদিকে উমেশ যাদব প্রথম ম্যাচেই ব্যাপক রান খরচ করেন। তাঁকে বসিয়ে মহম্মদ সিরাজকে খেলানো হতে পারে। এখন দেখার প্রথম একাদশে ডেল স্টেইনকে বসিয়ে মঈন আলিকে খেলানো হয় কিনা! স্পেশালিষ্ট উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকছেন জস ফিলিপ।

কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আবার প্রথম ম্যাচেই দুরন্ত খেলেছেন মায়াঙ্ক আগারওয়াল। যদিও জয়ের ফিনিশিং লাইন পার করে দিতে পারেননি তিনি। কেএল রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান প্রত্যেকেই রানের মধ্যে রয়েছেন।

দলের ভারসাম্যের জন্য প্রথম ম্যাচেই বাইরে থাকতে হয়েছিল ক্রিস গেইল। তাঁকে ফেরানো হতে পারে। সেইসঙ্গে দেখা যেতে পারে কিউই অলরাউন্ডার জিমি নিশাম।

এদিকে, শুরুর ম্যাচেই দুরন্ত বোলিং করেছেন মহম্মদ শামি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই নজর কেড়েছিলেন রবি বিশ্নোই। তিনি দ্বিতীয় ম্যাচে আরো আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB KXIP