৫৫ বছরে পা দিলেন শাহরুখ খান। শুভেচ্ছার বন্যায় ভেসে চলেছেন কিং খান। রাজনীতিবিদ থেকে চলচ্চিত্র জগতের তারকা থেকে আম সমর্থক- কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কেউ ভুলছেন না। তবে শাহরুখ সবথেকে সেরা জন্মদিনের শুভেচ্ছা পেলেন কেকেআর নেতা ইয়ন মর্গ্যানের কাছ থেকে।
মরশুমের মাঝপথেই কেকেআরের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে ইয়ন মর্গ্যানের হাতে। কেকেআর মালিককে জন্মদিনের আগেই দিনেই দুরন্ত পারফর্ম করে মাঠে বড়সড় উপহার দিয়েছেন। তারপরে শুভেচ্ছা জানালেন ক্যাপ্টেন মর্গ্যান। জানিয়ে দিলেন, শাহরুখ খান ভারতের টম ক্রুজ। তবে টম ক্রুজের থেকে আরো বেশি চিত্তাকর্ষক তিনি।
আরো পড়ুন: ব্যাপক পরিবর্তন হবে চেন্নাই দলে, কড়া গলায় বার্তা ধোনির
কিং খানের জন্মদিনের কেকেআরের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে নাইট বাহিনী একে একে উইশ করছেন শাহরুখকে। সেখানেই মর্গ্যানকে বলতে শোনা যায়, "ভারতে সবাই ওঁকে টম ক্রুজ বলে থাকে। তবে শাহরুখ টম ক্রুজের থেকে বেশি এন্টারটেইনিং।"
বর্তমানে দেশে ফিরে এলেও শাহরুখকে দুবাইয়ে দেখা গিয়েছে বেশ কিছু ম্যাচে দলকে গ্যালারি থেকে চিয়ার করছেন। এসআরকে-র বিষয়ে বলতে গিয়ে দীনেশ কার্তিক আবার বলছিলেন, "মনে আছে বালি-তে ঘুরতে গিয়েছিলাম। সেখানে অটো ড্রাইভার স্রেফ দুটো কথা বলেছিলেন- ও, তুমি ইন্ডিয়া থেকে এসেছো- শাহরুখ খান, প্রীতি জিন্টা, বীরজারা! ও এতটাই জনপ্রিয়।
প্রিয় এসআরকে মুহুর্ত নিয়ে বক্তব্য রেখেছেন আন্দ্রে রাসেলও। তিনি বলেন, "শাহরুখ বরাবরই কুল। উনি একবার আমার পাশে দাঁড়িয়েছিলেন। তারপর আলিঙ্গন করেন। আমি কঠিন চরিত্রের বলেই নিজেকে মনে করি। তবে আমিও ব্লাশ করছিলাম। এটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে।"
অন্য কেকেআর তারকা আলি খান, শিবম মাভি, রাহুল ত্রিপাঠি, লকি ফার্গুসন, কুলদীপ যাদব, ক্রিস গ্রীনরাও শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানান।
জন্মদিনের আগের দিনের কেকেআর শাহরুখকে বড়সড় উপহার দিয়েছে। রাজস্থান রয়্যালসকে ৬০ রানে হারিয়ে আট নম্বর থেকে চার নম্বরে উঠে এসেছে। আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের উপরে এখন নির্ভর করছে কেকেআরের ভাগ্য।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন