Advertisment

বেয়ারস্টো-ওয়ার্নারের ব্যাটে মরুঝড় তুলতে পারে সানরাইজার্স, লক্ষ্য ফের চ্যাম্পিয়ন হওয়া

সাকিব আল হাসানকে ছেড়ে দিয়ে বেশ নতুন কিছু নতুন প্রতিভাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিরাট সিং, প্রিয়ম গর্গ, ফ্যাবিয়ান আলেনের মত উঠতি তারকারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

SRH IPL Team 2020 Players List, Squad: ডেকান চার্জার্স সরে দাঁড়ানোর পর হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিতে অভিষেক ঘটে সানরাইজার্স হায়দরাবাদ। তারপর আইপিএলে বেশ সাফল্যের মুখ দেখেছে দলটি। ২০১৬ সালে আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়নও হয় সানরাইজার্স। তবে এরপর দুবার প্লে অফে উঠতে পারেনি। তিনবার চতুর্থ স্থানে ফিনিশ করেছে। একবার রানার্স আপ হয়েছে।

Advertisment

২০১৮ ও ২০১৯ পরপর দু বছর ভিন্ন ভিন্ন অধিনায়কের নেতৃত্বে আইপিএলে অংশ নেয় হায়দরাবাদিরা। তবে এবার ফিরছেন স্বয়ং ডেভিড ওয়ার্নার। যার নেতৃত্বে শেষবার ট্রফি জেতে হায়দরাবাদ। কেন উইলিয়ামস দারুণ নেতা হলেও ওয়ার্নারের আগ্রাসী মনোভাব অনেক ম্যাচেই ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: আইপিএলে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার, খেলবেন কেকেআরের জার্সিতে

সানরাইজার্স হায়দরাবাদ পূর্ণ স্কোয়াড:

ব্যাটসম্যান- কেন উইলিয়ামসন, ডেভিড ওয়ার্নার, মনীশ পান্ডে, বিরাট সিং, প্রিয়ম গর্গ, আবদুল সামাদ, অভিষেক শর্মা

বোলার- ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কউল, বিলি স্ট্যানলেক, নটরাজন, শাহবাজ নাদিম

অলরাউন্ডার-

মিচেল মার্শ, ফ্যাবিয়ান আলেন, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, রশিদ খান, সঞ্জয় যাদব

উইকেটকিপার-

জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, শ্রীবৎস গোস্বামী



সাপোর্ট স্টাফ-

ট্রেভর বেইলিস (হেড কোচ), ব্র্যাড হাডিন (সহকারী কোচ), মুথাইয়া মুরলিধরণ (বোলিং কোচ), ভিভিএস লক্ষ্মণ (মেন্টর), বিজু জর্জ (ফিল্ডিং কোচ), থিও কাপকৌলাকিস (ফিজিও), মারিও ভিলাভারায়ন (ফিজিক্যাল ট্রেনার), শ্রীনিবাস চন্দ্রশেখরণ (পারফরম্যান্স এনালিস্ট)

এবারের সানরাইজার্স দল কতটা আলাদা?

আসন্ন আইপিএলের জন্য দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। হেড কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে ট্রেভর বেইলিসকে। ছেড়ে দেওয়া হয় টম মুডিকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান ব্র্যাড হাডিনকে সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়।

সাকিব আল হাসানকে ছেড়ে দিয়ে বেশ নতুন কিছু দেশি-বিদেশি নতুন প্রতিভাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিরাট সিং, প্রিয়ম গর্গ, ফ্যাবিয়ান আলেনের মত উঠতি তারকারা। প্রথম শ্রেণির ক্রিকেটে বেশ নজর কেড়েছেন ১৯ বছরের প্রিয়ম। এবারের আইপিএলে তারা হয়ে ফোটার অপেক্ষায় তিনি।

গতবারের আইপিএলে জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপ বাকি দলের বোলারদের ঘুম উড়িয়ে দিয়েছিল। তবে আন্তর্জাতিক ম্যাচ থাকায় গোটা টুর্নামেন্ট থাকতে পারেননি দুই তারকা। এবার অবশ্য পুরো টুর্ণামেন্টেই অজি-ইংরেজ তারকাদের পাওয়ার আশায় সানরাইজার্স। তাই দুবাইয়ে মরুঝড় তুলতে মরিয়া সানরাইজার্স ব্রিগেড।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Sunrisers Hyderabad
Advertisment