নারিনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ আম্পায়ারদের, বাদ পড়তে পারেন আইপিএল থেকে

আইপিএলের শুরুর দিকে বল হাতে ছন্দে না থাকলেও শেষ দুই ম্যাচে ভালো ফর্মে ছিলেন নারিন। কিংসদের নিকোলাস পুরান, প্রভুসিমরণ সিং নারিনের ঘূর্ণি বুঝতেই পারেননি।

আইপিএলের শুরুর দিকে বল হাতে ছন্দে না থাকলেও শেষ দুই ম্যাচে ভালো ফর্মে ছিলেন নারিন। কিংসদের নিকোলাস পুরান, প্রভুসিমরণ সিং নারিনের ঘূর্ণি বুঝতেই পারেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের চাকিংয়ের অভিযোগ উঠল সুনীল নারিনের বিরুদ্ধে। আর একবার এমন অভিযোগ উঠলেই নারিনের আইপিএল স্বপ্ন শেষ হয়ে যাবে। আইপিএলের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, "আবু ধাবিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় নারিনের নাম অবৈধ বোলিং একশনের জন্য রিপোর্ট করা হয়েছে।"

Advertisment

আইপিএলে অবৈধ বোলিং একশনের নিয়ম মেনে নারিনের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে রিপোর্ট নথিভুক্ত করেছেন দুই অনফিল্ড আম্পায়ার উল্লাস গান্ধী এবং ক্রিস গাফ্যানি। আপাতত সন্দেহভাজন বোলিং একশনের তালিকায় রাখা হচ্ছে নারিনকে। তবে তিনি বোলিং চালিয়ে যেতে পারবেন।

আরো পড়ুন: কার্তিকের ব্যাট, কৃষ্ণর বল- রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাবকে হারাল কেকেআর

প্রেস বিবৃতিতে আরো জানানো হয়েছে, এরপর আর একবার সন্দেহভাজন বোলিংয়ের জন্য আম্পায়াররা নাম রিপোর্ট করলে আইপিএলে খেলা বন্ধ হয়ে যাবে তাঁর। তখন নতুন করে বিসিসিআইয়ের বোলিং একশন কমিটির কাছে পরীক্ষা নিয়ে ছাড়পত্র পেতে হবে।

Advertisment

এর আগে একাধিকবার নারিনের বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ উঠেছে। এতবার বোলিং একশনে ত্রুটি ধরা পড়ায় নারিন একসময় বোলিং ছেড়ে ব্যাটিংয়ে মনোনিবেশ করেছিলেন।

আইপিএলের শুরুর দিকে বল হাতে ছন্দে না থাকলেও শেষ দুই ম্যাচে ভালো ফর্মে ছিলেন নারিন। কিংসদের বিরুদ্ধেই ম্যাচে কেকেআর বেশ কঠিন অবস্থায় ছিল। কিংসদের নিকোলাস পুরান, প্রভুসিমরণ সিং নারিনের ঘূর্ণি বুঝতেই পারেননি। শেষ ওভারেও ১৪ রান বাঁচিয়ে দিয়ে নায়ক নারিন। তিনি মাত্র ২৮ রান খরচ করে তুলে নেন ২ উইকেট।

ফর্মে ফেরা নারিনকে হঠাৎ না পেলে কেকেআর যে গাড্ডায় পড়বে, তা নিয়ে সন্দেহ নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Sunil Narine