/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/IMG_20200918_125222_copy_759x422.jpg)
টিম চাহাল বনাম টিম বিরাট কোহলি। আইপিএলের আগে নিজেদের ভুল ত্রুটি মেরামত করে নিতে এমনই অভিনব অনুশীলন ম্যাচ আয়োজন করেছিল আরসিবি। সেই ম্যাচেই বিরাট কোহলির দল হেরে গেল চাহালের দলের কাছে।
প্রস্তুতি ম্যাচের বিস্তারিত স্কোর এখনো পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে চাহালের দলের হয়ে খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স, দেবদূত পাডিক্কল, উমেশ যাদব, বাঁ হাতি স্পিনার শাহবাজ নাদিমরা। অন্যদিকে কোহলির দলের হয়ে খেলেন ডেল স্টেইন, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, পার্থিব প্যাটেলরা।
আরও পড়ুন: আইপিএলে হঠাৎ বাদ মায়ান্তি, সঞ্চালনা নিয়ে আশা-আশঙ্কায় স্টার স্পোর্টস
আরসিবি-র ক্রিকেট দলের ডিরেক্টর মাইক হেসন বলেন, "ম্যাচে সবাইকে দেখে নেওয়ার ছিল। আমাদের বোলাররা বাঁ হাতি এবং ডান হাতি ব্যাটসম্যানদের কেমন বোলিং করেন, তা যাচাই করে নেওয়া গেল। দলের প্রথম একাদশের অর্ডারে বেশ কিছু পার্টনারশিপ আমরা তৈরি করে রাখছি।"
Bold Diaries: RCB Intra Squad Practice Match
With our 1st match of #Dream11IPL just 4 days away, the team played a practice game where Team Chahal took on Team Kohli.#PlayBold#IPL2020#WeAreChallengerspic.twitter.com/7NWCmznEqE
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 17, 2020
হেসন আরো জানান, "যখন আমরা যুজিকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দি, ওর মুখ জ্বলজ্বল করে উঠেছিল। অনেক উৎসাহ দেখা গেল ওর মধ্যে। আমাদের দলের নেতৃত্বের যে গ্রুপ রয়েছে সেখানে আমরা চেয়েছিলাম ও থাকুক। ও এমনিতেই স্পিন বোলিং বিভাগ সামলায়। তবে আমরা চাই ও আরো বেশি দিক ফোকাস করুক।"
যাইহোক, সেই প্রস্তুতি ম্যাচ বেশ স্লো উইকেটে খেলা হয়েছিল। দুই দলের মধ্যে সর্বোচ্চ স্কোরার এবি ডিভিলিয়ার্স। দেবদূত পাদিক্কলের সঙ্গে ওপেন করতে নেমে ৩৩ বলে ৪৩ করেন তিনি।
বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর নিজের ৪ ওভারে ১১ রানের বিনিময়ে ২ উইকেট নেন। ১৩ রানের বিনিময়ে শাহবাজ নাদিম নেন ৩ উইকেট।
হেসন ম্যাচের পরে বলেন, "বেশ চ্যালেঞ্জিং উইকেটে খেলা হল। দলের স্কিলের পরীক্ষা হল ভালমত। বেশ কিছু বিভাগে আমাদের এখনো কাজ করতে হবে। সবমিলিয়ে বেশ চ্যালেঞ্জিং পরিবেশে খেলা হল।"
১৯ তারিখে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই এল ক্ল্যাসিকো। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে। আরসিবির অভিযান শুরু হচ্ছে সেপ্টেম্বরের ২১ তারিখে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন