Advertisment

উইকেট দু টুকরো, ছিটকে গেল স্ট্যাম্পও! আইপিএল শুরুর আগেই আগুন জ্বাললেন বোলার

আইপিএলে মুম্বইকরদের স্কোয়াডে এবার নেই টুর্নামেন্টের অন্যতম সফলতম বোলার লাসিথ মালিঙ্গা। নাম তুলে নিয়েছেন। তার বদলে নেওয়া হয়েছে অজি জেমস প্যাটিনসনকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একেবারে ক্লিন বোল্ড। শুধু বোল্ডই নয়। উইকেট ভেঙে দু টুকরো হয়ে গেল চোখের নিমেষে। মুম্বইয়ের অনুশীলনে এমন ঘটনা আরো চনমনে করে দিচ্ছে গোটা স্কোয়াডকে। আর কেউ নয়, মুম্বইয়ে নিজেকে উজাড় করে দিতে চাইছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট।

Advertisment

তারই প্রতিচ্ছবি দেখা গেল মুম্বই অনুশীলনে। দিল্লি ক্যাপিটালস থেকে ট্রেড অফে এই মরশুমেই বোল্ট নাম লিখিয়েছেন পল্টনদের স্কোয়াডে। অনুশীলনে নিজেকে নিংড়ে দিচ্ছেন। আর বোল্টের বোল্ড করার ভিডিও শেয়ার করল মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার পেজ। ক্যাপশনে লেখা হল, "ক্লিন বোল্ট!"

আরো পড়ুন: আইপিএলে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার, খেলবেন কেকেআরের জার্সিতে

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, কোচ মাহেলা জয়াবর্ধনের তত্ত্বাবধানে অনুশীলন করছেন তারকা কিউই পেসার। নিজস্ব রান আপে বল করার পর উইকেট দেখা যায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে দু টুকরো হয়ে।

আইপিএলে মুম্বইকরদের স্কোয়াডে এবার নেই টুর্নামেন্টের অন্যতম সফলতম বোলার লাসিথ মালিঙ্গা। নাম তুলে নিয়েছেন। তার বদলে নেওয়া হয়েছে অজি জেমস প্যাটিনসনকে। পেস বিভাগকে এবার নেতৃত্ব দেওয়ার দায়িত্ব জসপ্রীত বুমরার। বাড়তি দায়িত্ব থাকছে ট্রেন্ট বোল্টের উপরেও। সেই দায়িত্ব নিতে যে প্রস্তুত তিনি, তা যেন অনুশীলনে বুঝিয়ে দিচ্ছেন বোল্ট।

পাশাপাশি, মিচেল ম্যাককলেনাগানও থাকছেন পেস ব্যাটারিতে। মালিঙ্গার অনুপস্থিতি এখন বোল্ট, বুমরারা মেটাতে পারেন কিনা সেটাই দেখার। টুর্নামেন্টের শুরুর ম্যাচেই মুম্বই মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী সিএসকের বিরুদ্ধে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Mumbai Indians
Advertisment