নোভেল করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে ভারতে অনিশ্চিত হয়ে পড়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সঙ্কটে পড়েছিল ফ্র্যাঞ্চাইজি থেকে টিম, এমনকি প্লেয়াররাও। আর্থিক সমস্যায় জর্জরিত ছিল বিসিসিআই-ও। অবশেষে জট কাটিয়ে সেপ্টেম্বরেই আইপিএল শুরু হওয়ার কথা জানিয়েছে আইপিএল গর্ভনিং কাউন্সিল। সংযুক্ত আরব-আমিরশাহিতে এই খেলা আয়োজিত হওয়ার কথা। তবে এ ব্যাপারে মোদী সরকার কী সিদ্ধান্ত নেয় আপাতত সেদিকেই তাকিয়ে বিসিসিআই।
এক নজরে আইপিলএল ২০২০-এর এখনও পর্যন্ত প্রকাশিত সব খুঁটিনাটি
কোথায় খেলা হবে?
দুবাই এবং আবুধাবির বেশ কয়েকটি স্টেডিয়াম বেছে নেওয়া হয়েছে এবারের আইপিএল-এর জন্য। সে দেশে ক্রমশ কমতির দিকে করোনা। তাই এই সিদ্ধান্ত, এমনটাই জানা গিয়েছে।
কবে থেকে শুরু হবে? ফাইনাল কবে?
রবিবারই আইপিএল গর্ভনিং কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরের ১৯ তারিখ শুরু হবে আইপিএল-এর প্রথম ম্যাচ। নভেম্বরের ১০ তারিখ হবে ফাইনাল ম্যাচ।
2, 2020
আরও পড়ুন, আইপিএলের স্পনসর চিনা সংস্থা, কেন্দ্রীয় অনুমোদনের দিকে চেয়ে বিসিসিআই
ভারতীয় সময়ে কখন খেলা দেখা যাবে?
এখনও পর্যন্ত জানা গিয়েছে মোট খেলার ১০টি ম্যাচ ভারতীয় সময় ৩.৩০ নাগাদ শুরু হবে। বাকি ম্যাচ দেখা যাবে সন্ধ্যে ৭.৩০ থেকে।
কতদিন ধরে আইপিএল চলবে?
বোর্ডের তরফে জানান হয়েছে মোট ৫৩ দিন ধরে চলবে জনপ্রিয় এই টি২০ ক্রিকেট টুর্নামেন্ট।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন