আইপিএলের দ্বিতীয় পর্বের আগে নিজেদের শক্তি বাড়িয়ে নিল পাঞ্জাব কিংস। আসন্ন আমিরশাহি পর্বে পাঞ্জাব কিংসে যোগ দিলেন অস্ট্রেলীয় স্পিডস্টার নাথান এলিস। শুক্রবার রাতেই একথা কনফার্ম করে প্রীতি জিন্টার দল।
চলতি মাসেই বাংলাদেশে অভিষেক ঘটেছিল নাথান এলিসের। আর অভিষেকেই প্ৰথম টি২০ বোলার হিসাবে হ্যাটট্রিকের কীর্তি অর্জন করেন অজি তারকা। বাংলাদেশের বিরুদ্ধে অভিষেকেই নজর কাড়ার পরে পাঞ্জাব কিংস সরাসরি সই করায় উঠতি প্রতিভাকে।
আরও পড়ুন: তালিবানে ছত্রভঙ্গ গোটা আফগানিস্তান! চরম আশঙ্কার মধ্যেই নয়া কোচ ঘোষণা রশিদদের
অস্ট্রেলিয়া চলতি সপ্তাহেই টি২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে। মঙ্গলবার ঘোষিত সেই স্কোয়াডে অজি দলের রিজার্ভ প্লেয়ার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এলিসকে।
জানা গিয়েছে পাঞ্জাব কিংসের দুই অজি তারকা পেসার রিলি মেরেডিথ এবং ঝায়ে রিচার্ডসন আমিরশাহি পর্বে থাকতে পারবেন না। আইপিএলের দ্বিতীয় পর্বে একাধিক অস্ট্রেলীয় তারকা খেলতে পারবেন না। এই অনুপস্থিত থাকার তালিকায় রয়েছেন প্যাট কামিন্সও।
এর আগে এলিস আইপিএল নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে নাম নথিভুক্ত করেছিলেন। তবে নিলামে অবিক্রিত থাকেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় পর্বে বেস প্রাইসেই চুক্তিবদ্ধ হলেন তারকা। পাঞ্জাব কিংসে মহম্মদ শামি, ক্রিস জর্ডনদের সঙ্গে বোলিং বিভাগে যুক্ত হলেন এলিস।
আরও পড়ুন: তালিবানে ধ্বংসস্তুপ আফগানিস্তান, রশিদ-নবিদের আইপিএল খেলা নিয়ে জোরালো সংশয়
আমিরশাহিতে ইতিমধ্যেই পাঞ্জাব কিংস পৌঁছে গিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে। কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে মাঠে নেমে পড়েছেন ঘরোয়া ক্রিকেটাররা। মায়াঙ্ক আগারওয়াল, কেএল রাহুল, মহম্মদ শামিরা জাতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সিরিজ খেলতে ব্যস্ত। ইংল্যান্ড সিরিজ শেষের পরে পাঞ্জাব তারকারা আমিরশাহিতে স্কোয়াডে যোগ দেবেন। বিদেশি ক্রিকেটাররা সকলের শেষে যোগ দেবেন ক্যাম্পে।
যাইহোক, গত মে মাসে আইপিএলে করোনা সংক্রমণের কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল টুর্নামেন্ট। দ্বিতীয় অতিমারির ঢেউ কাটিয়ে ভারতে সংক্রমণের মাত্রা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দ্বিতীয় পর্বের আইপিএল শুরু হচ্ছে সেপ্টেম্বরের ১৯-এ। ফাইনাল অক্টোবরের ১৫-এ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন