Advertisment

চ্যাম্পিয়ন হয়ে কোটি কোটিতে ভাসল চেন্নাই, বিরাট পুরস্কার KKR-এর ভেঙ্কটেশকেও, জেনে নিন তালিকা

ফাইনালে ফাফ ডু প্লেসিসের ৫৯ বলে ৮৬ রানে ভর করে চেন্নাই স্কোরবোর্ডে ১৯২ তুলেছিল। ডুপ্লেসিস শুরু থেকে শেষ পর্যন্ত চেন্নাই ইনিংসে শিট এঙ্করের ভূমিকা পালন করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শেষ আইপিএল। কেকেআরকে ২৭ রানে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন ফের সিএসকে। দুবাইয়ের মাঠে টুর্নামেন্টের চতুর্থ খেতাব জিতল চেন্নাই।

Advertisment

গত বছর প্লে অফের বহু আগেই ছিটকে গিয়েছিল চেন্নাই। অনেকেই বুড়ো ব্রিগেডকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল। তবে সেখান থেকে সমালোচকদের ভুল প্রমাণ করে এবার চ্যাম্পিয়ন চেন্নাই। রাজার মত। গত বছর মরুশহরে আয়োজিত আইপিএলের পরে সুরেশ রায়না এবং ধোনির ভবিষ্যতের ওপর ফুলস্টপ ফেলে দিয়েছিলেন অনেকে। এবার রায়না প্রথম একাদশে জায়গা হারালেও ধোনি ফের একবার নিজের ক্রিকেট প্রজ্ঞার পরিচয় দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভাল খেলেছে চেন্নাই। প্রথম দল হিসেবে যেমন প্লে অফে পৌঁছনো নিশ্চিত করেছিল চেন্নাই। তেমনই প্রথমে ফাইনালেও পৌঁছে যায় ধোনি ব্রিগেড।

আরও পড়ুন: ফের বাবা হচ্ছেন ধোনি! গর্ভবতী সাক্ষীর ছবি প্রকাশ্যে IPL ফাইনালের পরে

আইপিএল শুরু হওয়ার পরে মে মাসে বড়সড় ধাক্কা খেয়েছিল ভারতীয় বোর্ড। বায়ো বাবলে কোভিড সংক্রমণের কারণে মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল টুর্নামেন্ট। তারপরে আমিরশাহিতে গত বছরের মত বাকি টুর্নামেন্ট আয়োজন করা হয়।

গোটা মরশুমে একাধিক নতুন তারকার উদয় হয়েছে ভারতীয় ক্রিকেটে। সিএসকে খেতাব জয়ের সঙ্গেই পুরস্কারের পুরো তালিকা পরিষ্কার হয়।

আরও পড়ুন: IPL ফাইনাল দেখেই হৃদরোগ! ২৯ বছরের ক্যাপ্টেনকে হারিয়ে লুটিয়ে পড়ল গোটা দেশ

জয়ী দল: চেন্নাই সুপার কিংস (২০ কোটি)
রানার্স আপ: কলকাতা নাইট রাইডার্স (১২.৫ কোটি)
ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ: ফাফ ডুপ্লেসিস (১ লক্ষ)
কমলা টুপি: রুতুরাজ গায়কোয়াড (৪৫.৩৫ গড়ে ৬৩৫ রান) (১০ লক্ষ)
বেগুনি টুপি: হর্ষল প্যাটেল (৩২ উইকেট) (১০ লক্ষ)
মরশুমের সেরা ক্যাচ: রবি বিশ্নোই (১০ লক্ষ)
মরশুমের সুপার স্ট্রাইকার: শিমরণ হেটমায়ার (১০ লক্ষ)
মরশুমের গেমচেঞ্জার: হর্ষল প্যাটেল (১০ লক্ষ)
মরশুমে সর্বাধিক ছক্কা: কেএল রাহুল (৩০টি) (১০ লক্ষ)
মরশুমের পাওয়ার প্লেয়ার: ভেঙ্কটেশ আইয়ার (১০ লক্ষ)
মরশুমের সবথেকে মূল্যবান ক্রিকেটার: হর্ষল প্যাটেল (১০ লক্ষ)
ফেয়ার প্লে সম্মান: রাজস্থান রয়্যালস

আরও পড়ুন: সৌরভ-শাহের মাস্টারস্ট্রোকে ভারতের কোচ দ্রাবিড়! IPL ফাইনালের দিনেই চূড়ান্ত বোলিং কোচও

ফাইনালে ফাফ ডু প্লেসিসের ৫৯ বলে ৮৬ রানে ভর করে চেন্নাই স্কোরবোর্ডে ১৯২ তুলেছিল। ডুপ্লেসিস শুরু থেকে শেষ পর্যন্ত চেন্নাই ইনিংসে শিট এঙ্করের ভূমিকা পালন করেন। অন্য প্রান্তে রুতুরাজ গায়কোয়াড, রবিন উথাপ্পা, মঈন আলিরা যোগ্য সঙ্গত করেন প্রোটিয়াজ তারকাকে।

এরপর কেকেআরের দুরন্ত ব্যাটিং লাইন আপকে চেন্নাই বোলাররা মাত্র ১৬৫ রানে আটকে রাখে। তিন উইকেট দখল করেন শার্দূল ঠাকুর। রবীন্দ্র জাদেজা এবং জোশ হ্যাজেলউড দুটো করে উইকেট নেন। কেকেআরের কুখ্যাত মিডল অর্ডার ফের একবার ভোগাল। ভেঙ্কটেশ আইয়ার এবং শুভমান গিল দারুণ শুরু করে ম্যাচে দলকে রাখলেও পরে তাসের ঘরের মত ভেঙে পড়ে নাইটরা। ২০১০, ২০১১, ২০১৮-র পর এবার চতুর্থতম আইপিএল খেতাব জিতল চেন্নাই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK KKR BCCI IPL
Advertisment