Advertisment

পরের বছর আইপিএল কোথায়, ফাইনালের মঞ্চে বিরাট আপডেট সৌরভের

আইপিএল শেষের পরেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ। তবে মেগা টুর্নামেন্টে উইকেটের চরিত্র নিয়ে আশ্বস্ত করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এই বছরে শুরু হলেও শেষটা দেশের মাটিতে হয়নি। আগামী বছরে ফের একবার ভারতের মাটিতেই আইপিএলের আসর বসতে পারে। এমনই ইঙ্গিত দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার এক অনলাইন কথোপকথনে সৌরভ জানিয়ে দেন, "আশা করছি আগামী বছর দেশের মাটিতে আইপিএল আয়োজন করা সম্ভব হবে। দুবাইয়ের পরিবেশও দারুণ। তবে ভারতে এটা পরিবেশ আরও আলাদা। গোটা গ্যালারি কানায় কানায় পূর্ণ। প্রায় পাগলপারা পরিবেশ। ভারতে ফের আইপিএল ফিরিয়ে আনতে পারলে ভালোই হবে।"

Advertisment

আগামী বছর করোনা পরিস্থিতি আরও উন্নতি হবে বলে আশাবাদী বোর্ড সভাপতি। "আগামী ৬-৭ মাসে দেশের করোনা পরিস্থিতি আরও উন্নতি হবে। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামেই আইপিএল করা সম্ভব হবে।"

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়ে কোটি কোটিতে ভাসল চেন্নাই, বিরাট পুরস্কার KKR-এর ভেঙ্কটেশকেও, জেনে নিন তালিকা

চলতি বছরে মে মাসে আইপিএলের বায়ো বাবলে করোনা সংক্রমণের কারণে টুর্নামেন্ট ঠিক মাঝপথে স্থগিত করতে বাধ্য হয় বিসিসিআই। জোড়া ফ্র্যাঞ্চাইজি করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছিল। শেষ পর্যন্ত আমিরশাহিতে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত দুবাইয়ে হিট টুর্নামেন্টে আরও একবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। চতুর্থবারের মত। কেকেআরকে হারিয়ে।

ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম মাই সার্কেল-এ টি২০ ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেন উদ্বোধন করার সময় সৌরভ জানান এই কথা। মাই সার্কেলের ব্র্যান্ড আম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: ফের বাবা হচ্ছেন ধোনি! গর্ভবতী সাক্ষীর ছবি প্রকাশ্যে IPL ফাইনালের পরে

আইপিএলের দ্বিতীয় পর্বের অধিকাংশ ম্যাচই লো স্কোরিং ছিল। সেই হিসেবেই ক্রিকেট ভক্তরা আশঙ্কিত হয়ত আসন্ন টি২০ বিশ্বকাপে ধুন্ধুমার ক্রিকেট উপভোগ করা যাবে না। সেই সংশয়কে উড়িয়ে দিয়ে সৌরভ জানিয়েছেন, "মনে হয়না বিশ্বকাপে এমনটা হবে। শারজার উইকেটের চরিত্রের জন্য লো স্কোরিং ম্যাচ হয়েছে। তবে দুবাইয়ের উইকেট অনেক ভাল। আবু ধাবির উইকেটেও ব্যাট করা সহজ। দারুণ একটা জমজমাট বিশ্বকাপ হতে চলেছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly BCCI IPL
Advertisment