Advertisment

ফের মুখ পুড়ল ভারতীয় বোর্ডের! এবার করোনার শিকার ধোনির দলের অস্ট্রেলীয়

সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা এবং দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্র-র রিপোর্ট মঙ্গলবারই পজিটিভ আসে। তারপরেই টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিতে বাধ্য হয় বিসিসিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে করোনা থামার কোনো লক্ষণই নেই। এবার করোনা আক্রান্তের তালিকায় নাম লেখালেন সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি। গতকালই বোলিং কোচ এল বালাজির করোনার রিপোর্ট পজিটিভ আসে। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার ব্যাটিং কোচ হাসি পজিটিভ। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিরাও আক্রান্ত হওয়ায় মুখ পুরেছে বোর্ডের।

Advertisment

সোমবার সিএসকের তিনজন পজিটিভ ধরা পড়েন। বালাজি ছাড়াও এই তালিকায় ছিলেন সিইও কাশি বিশ্বনাথন এবং একজন বাস ক্লিনার। তবে কাশি বিশ্বনাথনের দ্বিতীয় টেস্ট রিপার্ট নেগেটিভ এসেছে। সিএসকে ক্যাম্পের আশা, বিশ্বনাথনের মত হাসির রিপোর্টও ফলস পজিটিভ বেরোবে (পজিটিভ আসার ২৪ ঘন্টার মধ্যে নেগেটিভ)। হাসিকে নতুন করে আবার টেস্ট করানো হয়েছে এদিন।

আরো পড়ুন: আইপিএল বন্ধে ক্ষতি কোটি কোটি টাকা! কার্যত ভিখারি হয়ে গেল সৌরভের বোর্ড

টাইমস অফ ইন্ডিয়া-কে সিএসকের এক কর্তা বলেছেন, "হাসির রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এবার ওঁর নমুনা পাঠানো হয়েছে। আশা করছি, সেই রিপোর্ট নেগেটিভ আসবে।"

publive-image

আইপিএলে আসা সমস্ত অস্ট্রেলীয় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কমেন্টেটর, আম্পায়ার সকলেই আপাতত মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে হাসির দ্বিতীয় রিপোর্টও পজিটিভ এলে ভারতেই অপেক্ষা করার সঙ্গে চিকিৎসা চালাতে হবে। বাকি অস্ট্রেলীয়দের সঙ্গে সেক্ষেত্রে দেশে ফেরায় বিলম্ব হতে পারে তাঁর।

গত কয়েকদিনে আহমেদাবাদ এবং দিল্লিতে একের পর এক ক্রিকেটার করোনার শিকার হওয়ার পর মঙ্গলবারই সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আইপিএল আপাতত বন্ধ করে দেওয়া হল।

বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা আইপিএলে বন্ধ হওয়ার খবর কনফার্ম করে জানান, “আপাতত আইপিএল বন্ধ করা হল। সমস্ত দল, ব্রডকাস্টার এবং টুর্নামেন্টের সঙ্গে জড়িত সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হল। দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই টুর্নামেন্ট বন্ধ করা হল। বোর্ডের কাছে ক্রিকেটারদের স্বাস্থ্য সবার আগে অগ্রাধিকার পাবে। আপাতত বোর্ডের বৈঠকে আলোচনা করা হবে কবে নতুন করে টুর্নামেন্ট শুরু করা সম্ভব। পরের উইন্ডো কখন পাওয়া যাবে, তা বিবেচনা করে দেখতে হবে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK IPL india-corona
Advertisment