সিএসকে: ১৫৬/৬
মুম্বই ইন্ডিয়ান্স: ১৩৬/৮
১/১, ২/২, ৩/৭ এবং শেষে ২৪/৪। ট্রেন্ট বোল্ট এবং মিলনে- দুই কিউয়ি সিমারের দাপটে লজ্জার মুখে পড়ে গিয়েছিল সিএসকে। সেখান থেকেই দিনের শেষে ধোনিরা মুম্বইয়ের বিরুদ্ধে এল ক্ল্যাসিকো জিতল ২১ রানে। অবিশ্বাস্য জয়ে সিএসকের হয়ে রূপকথা লিখে গেলেন রুতুরাজ গায়কোয়াড।
চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রুতুরাজের দুরন্ত ৫৮ বলে ৮৮ রানে ভর করেই সিএসকে দুবাইয়ে শেষ হাসি হাসল। সিএসকের ১৫৬/৬ এর জবাবে ব্যাট করতে নেমে মুম্বই থেমে গেল ১৩৬/৮-এ। সিএসকের জয় ২১ রানে।
আরও পড়ুন: আইপিএলে নেতৃত্ব ‘হারালেন’ কোহলি, বড় ঘোষণায় বোমা ফাটাল আরসিবি
টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নেমে সিএসকের ব্যাটিংয়ের মাথা মুড়িয়ে গিয়েছিল প্ৰথম তিন ওভারেই। পরপর ফিরে গিয়েছিলেন ফাফ ডুপ্লেসিস (০), মঈন আলি (০) এবং সুরেশ রায়না (৪)। মাঝে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান আম্বাতি রায়ডুও (০)। ধোনি যখন মিলনেকে তুলে মারতে গিয়ে ফিরলেন তখন সিএসকে ২৪/৪।
তারপরেই খেলা ঘোরালেন তরুণ রুতুরাজ গায়কোয়াড। প্রথমে জাদেজার (২৬) সঙ্গে ৮১ রানের পার্টনারশিপে দলের লজ্জা বাঁচানো নিশ্চিত করেন। তারপরে ডোয়েন ব্রাভো ৮ বলে ২৩ রানের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলকে ১৫৬ পৌঁছে দিয়েছিলেন। রুতুরাজ নিজের বারুদে ইনিংসে ৯টা বাউন্ডারির পাশাপাশি ৪টে বিশাল ওভার বাউন্ডারিও হাঁকালেন।
আরও পড়ুন: ধোনিদের বিরুদ্ধে রোহিতকে বাইরে রাখল মুম্বই! কেন, জানালেন পোলার্ড
রোহিত বিশ্রামে থাকায় এদিন মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমেছিলেন কুইন্টন ডিকক এবং অভিষেককারী আনমোলপ্রীত সিং। তবে মুম্বই শুরু থেকেই পা হড়কাতে থাকে। দুই ওপেনারকেই ফেরান দীপক চাহার। তিনে নামা সূর্যকুমার যাদবকে ফেরান শার্দূল ঠাকুর। ৩৭/৩ হয়ে যাওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি মুম্বই। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে টার্গেট ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায় মুম্বই। মাঝে সৌরভ তিওয়ারি ৪০ বলে ৫০ করে অপরাজিত থাকলেও বাকিদের থেকে যোগ্য সহায়তা পাননি। দীপক চাহারের ২ উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন ব্রাভো। মুম্বইয়ের হয়ে দুটো করে শিকার করেছেন ট্রেন্ট বোল্ট, মিলনে এবং জসপ্রীত বুমরা।
সিএসকে একাদশ:
ফাফ ডুপ্লেসিস, রুতুরাজ গায়কোয়াড, মঈন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার, জস হ্যাজেলউড
মুম্বই ইন্ডিয়ান্স একাদশ:
কুইন্টন ডিকক, ঈশান কিষান, আনমোলপ্রীত সিং, সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কায়রণ পোলার্ড, এডাম মিলনে, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন