সিএসকে ওয়েবসাইটকে কুরান বলে দিয়েছেন, "আইপিএলের বাকি ম্যাচ তো বটেই টি২০ বিশ্বকাপেও খেলতে পারব না। খুব খারাপ লাগছে। সিএসকের হয়ে এই মরসুম বেশ ভালো কেটেছে। সকলেই দারুণ খেলছে। এখনও হজম করতে পারছি না চোটের জন্য ছিটকে যেতে হল। তবে এই মুহূর্তে দল যথেষ্ট ভাল জায়গায় রয়েছে। আগামী কয়েকদিন যেখানেই থাকি না কেন, দলকে সমর্থন করে যাব। আশা করি আমরাই এবার চ্যাম্পিয়ন হব।"
সেই সঙ্গে ২৩ বছরের তারকা জুড়ে দিয়েছেন, "গত দুই মরশুম ধরে যেভাবে আমাকে এবং দলকে সবাই সমর্থন করে চলেছে, তার জন্য সকলকে বড়সড় ধন্যবাদ জানাতে চাই। দ্রুত চোট সারিয়ে মাঠে ফিরছি।"
কুরানের চোটের প্রসঙ্গে সিএসকে সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, লোয়ার ব্যাক ইনজুরির জন্য কুরানকে পাওয়া যাবে না। ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি আমরা। আশা করি ও আরও ভালভাবে মাঠে ফিরবে। বিসিসিআইকেও ওঁর চোটের বিষয়ে অবগত করা হয়েছে।"
কুরান ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ২৪টি টেস্ট, ১১টি ওডিআই এবং ১৬টি টি২০ খেলেছেন।ভারতের বিরুদ্ধে কিছুদিন আগেই কুরানকে ইংল্যান্ডের টেস্ট দলে দেখা গিয়েছিল।