আরসিবিতে কোহলির পরে নেতা কে! বড়সড় আপডেট দিলেন স্টেইন

আরসিবিতে কোহলির পরের নেতা কে, এই বিষয়ে স্পষ্ট নিজের মতামত জানালেন ডেল স্টেইন। বললেন কেএল রাহুলকেই ফিরিয়ে আনা হোক।

আরসিবিতে কোহলির পরের নেতা কে, এই বিষয়ে স্পষ্ট নিজের মতামত জানালেন ডেল স্টেইন। বললেন কেএল রাহুলকেই ফিরিয়ে আনা হোক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিরাট কোহলির পরে আরসিবি নেতৃত্ব কার হাতে উঠবে? এমন জল্পনা কোহলির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরেই শুরু হয়ে গিয়েছে। তবে আরসিবিতে খেলা সুপারস্টার ডেল স্টেইন বলছেন ফ্র্যাঞ্চাইজিতে খেলে যাওয়া তারকাকে দায়িত্বে আনতে পারে ব্যাঙ্গালোর। কোহলি শেষবারের মত আরসিবিকে নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে মরিয়া।

Advertisment

জাতীয় টি২০ দলের নেতৃত্ব ছাড়ার মহা ঘোষণার রেশ কাটার আগেই কোহলি জানিয়ে দিয়েছিলেন, আরসিবির নেতা হিসেবে এটাই তাঁর শেষ মরশুম। আর কোহলির একসময়ের আরসিবি সতীর্থ ডেল স্টেইন জানাচ্ছেন, কোহলির উত্তরসূরি হওয়ার বিষয়ে ফেভারিট কেএল রাহুল।

আরও পড়ুন: ধোনি আসল অস্ত্র বের করতেই কোহলি আউট! দুর্ধর্ষ স্ট্র্যাটেজির পর্দাফাঁস, দেখুন ভিডিও

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবির দ্বৈরথে নামার আগে ডেল স্টেইন ইএসপিএন ক্রিকইনফো-য় বলেছেন, দীর্ঘমেয়াদি ভিত্তিতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য থাকলে আরসিবির উচিত কেএল রাহুলকে দলে নিয়ে আসা। "আরসিবি যদি দীর্ঘমেয়াদি স্তরে নেতৃত্বের পরিকল্পনা করে, তাহলে নিজের দেশের কাউকেই বাছতে পারে। প্রাক্তন ব্যাঙ্গালোর তারকা কেএল রাহুলকে ওঁরা নিয়ে আসতে পারে। আমার বারবার মনে হচ্ছে রাহুল ফের একবার পুরোনো ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে পারে।" বলেছেন প্রোটিয়াজ স্পিডস্টার।

Advertisment

আরসিবি থেকে পাঞ্জাবে যোগ দেওয়ার পরে রাহুলই টানা নেতৃত্ব দিয়ে চলেছেন প্রীতি জিন্টার দলকে। ২০১৮-য় আরটিএম কার্ড ব্যবহার করে কেএল রাহুলকে নিলামে দলে রাখতে সচেষ্ট হয়নি আরসিবি। ১১ কোটি টাকায় রাহুল যোগ দেন পাঞ্জাবে। কোহলি উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন স্টেইনের স্বদেশীয় এবি ডিভিলিয়ার্সও।

তবে স্টেইন চাইছেন এবি রাহুলের নেতৃত্বেই খেলুন আরসিবিতে। স্পিডস্টারের বক্তব্য, "এবি ডিভিলিয়ার্স মোটেই সঠিক বাছাই হবে না। ও দুর্ধর্ষ ক্রিকেটার হতে পারে। তবে এখন ও কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছে। তবে এবি-ও কিন্তু দারুন লিডার।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB Virat Kohli Royal Challengers Bangalore IPL KL Rahul