Advertisment

পন্থের আর নেতা হওয়া হচ্ছে না! দিল্লি দলে অধিনায়ক বাছাইয়ে বিবাদ তুঙ্গে

আইপিএলে নেতৃত্বের অভিজ্ঞতা বিবেচ্য হলে একনম্বর দাবিদার রবিচন্দ্রন অশ্বিন। দুই মরশুম কিংস ইলেভেন পাঞ্জাব দলের নেতৃত্বের ভূমিকা পালন করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চোট পেয়ে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজই নয়, পুরো আইপিএল থেকেই।ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। এমন অবস্থাতেই বিকল্প অধিনায়কের খোঁজে রয়েছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। আইয়ারের পরিবর্ত হিসাবে রাহানে, অশ্বিন, স্টিভ স্মিথদের মত সিনিয়রদের সঙ্গেই নাম উঠে এসেছে ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থের নাম-ও।

Advertisment

পন্থকেই দিল্লির পরবর্তী অধিনায়ক হিসাবে ফেভারিট পন্থই। তবে সাম্প্রতিক সূত্রের খবর পন্থকে মোটেই ক্যাপ্টেন চাইছে না দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। নেতৃত্বে অনভিজ্ঞতার জন্যই পন্থের ওপর দায়িত্ব ছাড়তে দ্বিধাগ্রস্থ রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি।

শ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় টিম ইন্ডিয়ার মতোই চাপে পড়েছিল দিল্লি ক্যাপিটালস। কারণ বেশ কয়েক মরশুম ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করে আসছেন তরুণ তারকা। প্রথম ওডিআই ম্যাচে আইয়ার চোট পাওয়ার পরই দিল্লি বিকল্প অধিনায়কের সন্ধান চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুনচলতি বছরেই বাইশ গজে ভারত বনাম পাকিস্তান! মোদির টুইটে জল্পনা তুঙ্গে

এমনিতে দিল্লি দলে সিনিয়র অভিজ্ঞ ক্রিকেটারের অভাব নেই। ভারতীয় সিনিয়র হিসাবে রয়েছেন রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, শিখর ধাওয়ান, ইশান্ত শর্মার মত তারকারা। এই মরশুমেই নিলামে দিল্লি দলে যোগ দিচ্ছেন স্টিভ স্মিথ। টাইমস অফ ইন্ডিয়া-র এক প্রতিবেদন অনুযায়ী, গত তিন মরশুম ধরেই পন্থকে ধীরে ধীরে নেতৃত্বের জন্য গ্রূমিংয়ের কাজ চালিয়ে যাচ্ছে দিল্লি কর্তৃপক্ষ। তবে এখনই পন্থের হাতে নেতৃত্ব ছাড়তে রাজি নয় তাঁরা।

টাইমস অফ ইন্ডিয়া-কে ফ্র্যাঞ্চাইজির এক সূত্র জানিয়েছেন, "শ্রেয়সের পর পন্থের নামই সবার মনে উঠে এসেছে। তবে ম্যানেজমেন্টের বেশ কিছু ব্যক্তি পন্থের নেতৃত্বে অনভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেছেন। এই বিষয় পন্থের বিপক্ষে যেতে পারে। পাশাপাশি অন্য এক ধারণা হল, পন্থের ঘাড়ে অতিরিক্ত দায়িত্ব চাপালে ফর্ম হারিয়ে বসতে পারে ও।"

আরো পড়ুন: IPL এবার হতে পারে ইংল্যান্ডে! বড়সড় প্রস্তাবে রাজি KKR-ও, চূড়ান্ত সিদ্ধান্তের পথে সৌরভরা

এখনো নেতা হিসেবে কারোর নাম চূড়ান্ত না করলেও দিল্লি থিঙ্কট্যাঙ্কের একটি অংশ মনে করছে পন্থকেই দেওয়া হোক অধিনায়কত্ব। অন্য একটি অংশ অন্য কোনো নিয়মিত অথচ অভিজ্ঞ তরুণের ওপর ভরসা রাখা হোক।

সেই কর্তা টাইমস অফ ইন্ডিয়া-কে জানিয়েছেন, "কে ক্যাপ্টেন হবেন, সেই বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। ম্যানেজমেন্টের একটি অংশ পন্থকেই নেতা হিসেবে দেখতে চান। অন্য অংশ অভিজ্ঞদের ওপরেই ভরসা রাখার পক্ষপাতী।"

আইপিএলে নেতৃত্বের অভিজ্ঞতা বিবেচ্য হলে একনম্বর দাবিদার রবিচন্দ্রন অশ্বিন। দুই মরশুম কিংস ইলেভেন পাঞ্জাব দলের নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। আইপিএলে খেলেছেন ১৫৪ ম্যাচ। এই তালিকায় রয়েছেন ধাওয়ান এবং রাহানেও। যাঁরা এর আগে সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবের ক্যাপ্টেন ছিলেন। বিদেশি হিসাবে এই তালিকায় রয়েছেন স্টিভ স্মিথও।

জানা গিয়েছে, এদিন শুক্রবারই কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনায় বসবেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। তারপরেই চূড়ান্ত হবে ক্যাপ্টেনের নাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant Delhi Capitals
Advertisment