জলে গেল শাহরুখ খানের বীর-জারা! ধোনিকে ডাবল সেঞ্চুরি ম্যাচে জেতালেন চাহার

টসে জিতে শুক্রবার বোলিং নিয়েছিলেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। আগের ম্যাচের হার ভুলে জয় ছিনিয়ে নিতে পারেন কিনা, সেটাই ছিল দেখার।

টসে জিতে শুক্রবার বোলিং নিয়েছিলেন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। আগের ম্যাচের হার ভুলে জয় ছিনিয়ে নিতে পারেন কিনা, সেটাই ছিল দেখার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাঞ্জাব কিংস: ১০৬/৮ (২০ ওভার)

সিএসকে: ১০৭/৪ (১৫.৪ ওভার)

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে অবশেষে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। পাঞ্জাব কিংসকে দ্বিতীয় ম্যাচেই ধোনিরা হারাল ৬ উইকেটে। ২৬ বল বাকি থাকতে। আইপিএল কেরিয়ারে এদিন নিজের সেরা বোলিং করে যান দীপক চাহার। চাহারের ১৩/৪-এ ধাক্কা সামলাতে পারেনি পাঞ্জাব। প্রথমে ব্যাট করে মাত্র ১০৬ তুলেছিল স্কোরবোর্ডে। সেই রান-ই ১৫.৪ ওভারে তুলে দেয় সিএসকে।

Advertisment

প্রথম ওভারেই দীপক চাহার বল হাতে ম্যাজিক শুরু করেছিলেন এদিন। মায়াঙ্ক আগারওয়ালকে দুরন্ত ডেলিভারিতে বোল্ড করে দেন তারকা। তারপর সেই স্পেলেই একে একে চাহারের বলে প্যাভিলিয়নে ফিরে যান ক্রিস গেইল, দীপক হুডা, নিকোলাস পুরান। জাদেজা গেইলের অবিশ্বাস্য ক্যাচ নেওয়ার পাশাপাশি কেএল রাহুলকে ডিরেক্ট থ্রোয়ে আউট করে দেন। ২৬/৫ হয়ে যাওয়ার পরেই ম্যাচের ভাগ্য কার্যত নির্ধারিত হয়ে যায়।

শাহরুখ খান একা ৩৬ বলে ৪৭ রান করে দলকে ১০০ পর্যন্ত পেরোনো নিশ্চিত করেন মাত্র।

Advertisment

অল্প রানের টার্গেট তাড়া করতে নেমে সিএসকে ২৪ রানের মাথায় রুতুরাজ গায়কোয়াডকে হারালেও ফাফ ডুপ্লেসিস (৩৬) এবং মঈন আলি (৪৬) ৬৬ রানের পার্টনারশিপ গড়ে যান। ৯০ থেকে ৯৯-স্কোরবোর্ডে ৯ রান যোগ করার ফাঁকেই শেষদিকে ৩ উইকেট হারিয়ে কিছুটা হচকচিয়ে গিয়েছিল সিএসকে। মঈন আলির পরেই আউট হয়ে যান সুরেশ রায়না, আম্বাতি রাইডুরা। তবে এত অল্প টার্গেট বিব্রত করতে পারেনি ধোনির দলকে। কুরানের সঙ্গে বাকি কাজ সমাপ্ত করেন ডুপ্লেসিস।

এদিনই আইপিএলে সিএসকের জার্সিতে নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন ধোনি। প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। প্রীতির দলের হয়ে শাহরুখ খান দুরন্ত ব্যাটিং করে বীর-জারার রোম্যান্স বাইশ গজে তুলে ধরলেও, শেষে বাজিগর সেই ধোনি-ই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

CSK Kings XI Punjab