করোনা আক্রান্ত হয়ে তিন সপ্তাহ মুম্বইয়ের বিশেষ আইসোলেশন সেন্টারে কাটিয়েছিলেন দিল্লি ক্যাপিটালস অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সেই মেয়াদ কাটিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়েই এবার দিল্লি দলে যোগ দিলেন তিনি।
২৭ বছরের তারকা ক্রিকেটার গত ২৮ মার্চ মুম্বইয়ে দিল্লি ক্যাপিটালসের টিম হোটেলে যোগ দিয়েছিলেন। হোটেলে প্রবেশের সময় নেগেটিভ থাকলেও, এপ্রিলের ৩ তারিখ তাঁর করোনা রেজাল্ট পজিটিভ ধরা পড়ে। তারপরেই মৃদু উপসর্গ নিয়ে বোর্ডের বিশেষ মেডিক্যাল রুমে প্রবেশ করেন। শুক্রবার অক্ষর প্যাটেল দিল্লি দলে যোগ দেওয়ার পরেই দলের টুইটারে ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, "বাপু দলে ফিরতেই হাসিখুশির পরিবেশ দিল্লিতে।"
আরো পড়ুন: কুরানের বলে রাসেলের স্ট্যাম্প ছিটকে যাওয়ার পিছনে কি ধোনি! জবাব মিলল অবশেষে
ঘটনাচক্রে, ভুয়ো করোনা রিপোর্টের কারণে সমস্যার মুখেও পড়েছেন অনেক ক্রিকেটার। দিল্লি ক্যাপিটালসের পেসার আনরিখ নর্জে ফলস কোভিড রিপোর্টের শিকার হয়ে অতিরিক্ত নিভৃতবাস পর্ব কাটাতে হয়।
একইভাবে নীতিশ রানা কেকেআর দলে যোগ দেওয়ার পরে কোভিড টেস্টে পজিটিভ ধরা পড়েন। যদিও আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে তাঁর।
অক্ষর প্যাটেলের বদলে দিল্লি ক্যাপিটালস তরুণ শামস মুলানিকে নিয়েছিল স্বল্পমেয়াদি ভিত্তিতে। অক্ষর ফিরে আসায় আপাতত তাঁকে রিলিজ করে দেওয়া হবে। রবিবার ক্যাপিটালসের পরের ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন