Advertisment

দেশে ফিরেই আইপিএলের 'বদনাম' স্টোকসের! পিচকে 'জঞ্জাল' বলে নয়া বিতর্ক তারকার

প্রথাগতভাবে চেন্নাইয়ের পিচ বরাবর স্পিন সহায়ক। তবে এই মরশুমের মত ব্যাটসম্যানদের মত কখনো এরকম চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি চেন্নাই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ইংল্যান্ড সিরিজের সময় ভারতের পিচ বারবারই শিরোনামে উঠে এসেছিল। আইপিএল চলাকালীন সেই আলোচনা অবশ্য একই রয়ে গিয়েছে। চিপকের পিচ নিয়ে ব্যাটসম্যানদের অভিযোগের অন্ত নেই। স্পিন সহায়ক চিপকের পিচে ১৫০ রান তুলতেই ব্যাটসম্যানদের কালঘাম ছুটে যাচ্ছে।

Advertisment

লো স্কোরিং ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি হলেও অনেকেই চিপকের পিচে ব্যাটসম্যানদের প্রাণান্তকর প্রচেষ্টা দেখে সন্তুষ্ট নন। এমনই একজন বেন স্টোকস।

আরো পড়ুন: বোল্ড হয়ে ড্রেসিংরুমে না গিয়ে সিঁড়িতে কেন রাসেল! অবশেষে কারণ জানালেন তারকা

শুক্রবার বিস্ফোরক ব্যাটসম্যানে বোঝাই স্কোয়াড নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স শুক্রবার চিপকে করল মাত্র ১৩১ রান। তারপরেই আইপিএলের পিচ নিয়ে সরব বেন স্টোকস। তিনি টুইটারে সরাসরি আইপিএলের পিচকে 'জঞ্জাল' বলে দিলেন।

"আশা করি আইপিএলে আরো যত এগোবে, তত এরকম খারাপ পিচ আর থাকবে না। ন্যূনতম ১৬০-১৭০ রানের পিচ দেখতে চাই, এরকম ১৪০-১৪০ নয়। কারণ উইকেট একদম জঞ্জাল।" সরাসরি এমন ভাষাতেই টুইট করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

এর আগে একইভাবে চিপকের পিচ নিয়ে বিস্ময় প্রকাশ করেন। যদিও তিনি কিউরেটরের ওপর দোষ চাপাতে চাননি। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে জয়ের পরেই ওয়ার্নার বলে দিয়েছিলেন, "সত্যি কথা বলতে এটা চমকে দেওয়ার মত পিচ। টিভিতে দেখে এটা সাংঘাতিক মনে হলেও কিউরেটরের প্রশংসা প্রাপ্য। এখানে একাধিক ক্রিকেট হয়েছে। তারমধ্যেই পিচ প্রস্তুত করা সহজ নয়। চেন্নাইয়ে যেদিন থেকে খেলা শুরু করেছি, সেদিন থেকেই এরকম পিচ দেখছি। তবে এটা ওদের কাছে রীতিমত কঠিন কাজ।"

প্রথাগতভাবে চেন্নাইয়ের পিচ বরাবর স্পিন সহায়ক। তবে এই মরশুমের মত ব্যাটসম্যানদের মত কখনো এরকম চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি চেন্নাই। নয়টা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে চিপকের স্কোর যথাক্রমে ১৬০, ১৮৭, ১৫২, ১৪৯, ১৫০, ২০৪, ১৩৮, ১২১ এবং ১৩২। শেষ কয়েকটি ম্যাচে চিপকের পিচ ক্রমশ মন্থর থেকে মন্থরতর হয়ে উঠেছে। এতেই স্ট্রোক প্লেয়ারদের নাভিশ্বাস উঠেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Ben Stokes
Advertisment