Advertisment

মাঠে ভয়ঙ্কর সংঘর্ষে জড়ালেন ডুপ্লেসিস-মুস্তাফিজুর, দেখুন শিউরে ওঠার মত ভিডিও

সিএসকের বিশাল রান তাড়া করতে নেমে দুরন্ত রান চেজ করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনার এভিন লুইস এবং যশস্বী জয়সোয়াল। দুজনেই ওপেনিং পার্টনারশিপে ৫ ওভারে ৭৭ তুলে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে ভয় পাইয়ে দেওয়ার মত ঘটনা। মাঠে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়লেন মুস্তাফিজুর রহমান এবং ফাফ ডুপ্লেসিস। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিজেদের দাপট বজায় রাখার ম্যাচে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামে ধোনির সিএসকে। আগেই সিএসকে প্লে অফে পৌঁছে যাওয়া নিশ্চিত করে ফেলেছিল।

Advertisment

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রয়্যালস। ব্যাট করতে নেমে সিএসকে দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড এবং ফাফ ডুপ্লেসিস ঝোড়ো শুরুয়াত করেন। পাওয়ার প্লে-র ফাইনাল ওভারেই যাবতীয় ঘটনা। মুস্তাফিজুরের বল এগিয়ে এসে স্টেপ ডাউন করে এগিয়ে এসে মিড অফে বল ঠেলে দ্রুত রান নিতে সচেষ্ট হন। আর সিঙ্গল নেওয়ার সময়েই নন স্ট্রাইকিং এন্ডে থাকা বোলার মুস্তাফিজুরের সঙ্গে ধাক্কা হয়ে যায় ডুপ্লেসিসের।

আরও পড়ুন: বিশ্বকাপে হার্দিককে বাদ দিয়ে কি কেকেআর তারকা! বড়সড় সমর্থন গাভাসকারেরও

সেই ঘটনার পরে দ্রুত খেলা থামিয়ে ডুপ্লেসিসকে মেডিক্যাল ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। আইপিএলে খেলতে আসার আগে পাকিস্তান সুপার লিগেও বিপক্ষ ক্রিকেটারের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে সাময়িক স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। রয়্যালস ম্যাচে শেষ পর্যন্ত ১৯ বলে ২৫ করে রাহুল তেওটিয়ার বলে আউট হয়ে যান প্রোটিয়াজ তারকা।

আবু ধাবির হাই স্কোরিং ম্যাচে রাজস্থান বোলারদের মধ্যে সফলতম রাহুল তেওটিয়া। নিজের কোটায় ৩৯ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন রাজস্থান স্পিনার। ডুপ্লেসিসের সঙ্গেই তেওটিয়ার শিকার সুরেশ রায়না, মঈন আলি। যদিও তিন উইকেট নিয়েও সিএসকেকে স্কোরবোর্ডে বড় রান করা থেকে রুখতে পারেননি।

সিএসকের ১৮৯/৪ এ দুরন্ত শতরান করে যান রুতুরাজ গায়কোয়াড। চলতি আইপিএলে অনবদ্য ফর্মে রয়েছেন সিএসকের ওপেনার। আমিরশাহি পর্বে আইপিএলে প্রথম শতরান এল তাঁর ব্যাট থেকেই। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ওপেনার যশস্বী জয়সোয়াল (২১ বলে ৫০) এবং শিবম দুবের (৪২ বলে ৬৪) দুরন্ত হাফসেঞ্চুরিতে ভর করে জয় ছিনিয়ে নেয়। জয়ে রাজস্থান নিজেদের প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Rajasthan Royals Faf CSK
Advertisment