Advertisment

আজ ফাইনালে কেকেআর একাদশে বিরাট চমক মর্গ্যানের! জানিয়ে দিলেন ভন

ইয়ন মর্গ্যান দল গঠনে ফাইনালে বড়সড় চমক দেবে। এমনটাই জানিয়ে দিলেন মাইকেল ভন। সিএসকের বিরুদ্ধে কী হচ্ছে মর্গ্যানের চমক?

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ব্যাট হাতে কেকেআর অধিনায়ক মর্গ্যানের খারাপ ফর্ম অব্যাহত। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে আরও একবার দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি। ব্যাট হাতে কেকেআরকে ফিনিশিং টাচ দিতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানও। শুক্রবার দল নির্বাচনে কেকেআর অধিনায়ক তাই বড়সড় পরিবর্তন ঘটাতে পারেন।

Advertisment

কেকেআরের একাদশ বাছাইয়ে আপাতত প্রশ্ন একটাই, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা আন্দ্রে রাসেলকে নামিয়ে দেওয়া হবে। নাকি সাকিব আল হাসানকে আরও একবার দলে জায়গা দেওয়া হবে! রাসেল ব্যাট হাতে একাই দলকে জিতিয়ে দিতে পারেন। আবার বল হাতেও প্রতিপক্ষ শিবিরে আঘাত হানতে ওস্তাদ তিনি। অন্যদিকে, সাকিব ব্যাট হাতে সেভাবে প্রভাব ফেলতে না পারলেও বল হাতে কার্যকরী ভূমিকা নিচ্ছেন প্রত্যেক ম্যাচে।

আরও পড়ুন: অশ্বিনের সেই নাটকীয় শেষ ওভার যা ফাইনালে তুলল নাইটদের, দেখুন রোমাঞ্চকর ভিডিও

এমন অবস্থায় খারাপ ফর্মে থাকা নিজেকে বাদ দিয়ে রাসেলকে নামিয়ে চমক দিতে পারেন অধিনায়ক মর্গ্যান। এমনটা বিশ্বাস করেন মর্গ্যানের স্বদেশীয় মাইকেল ভন। ক্রিকবাজ-কে মাইকেল ভন জানিয়ে দিয়েছেন, "পিচ দেখে প্রথম একাদশ বাছাইয়ে ওদের বড়সড় সিদ্ধান্ত নিতে হবে। কারণ শারজার পিচে ওঁরা খেলে অভ্যস্ত হয়ে গিয়েছিল। পিচের কন্ডিশন বুঝে সঠিক দল বাছাই করেছিল নাইটরা।"

ভন এরপরে বলেছেন, "ওঁরা হয়ত দুবাইয়ের পিচে একজন অতিরিক্ত বাঁ হাতি স্পিনারকে দলে নাও রাখতে পারে। যাইহোক, এখন মর্গ্যানের কথা উঠছে। ব্যক্তিগতভাবে মর্গ্যানকে আমি বাদ দেওয়ার পক্ষপাতী নই। তবে ও যদি নিজেকে ফাইনালে বাইরে রাখে, তাহলে একটুও অবাক হবে না। দলের পক্ষে যেটা সবথেকে ভাল হবে, সেটাই ও করবে।"

আরও পড়ুন: KKR-এর দুর্বলতা ফাঁস সকলের সামনে! এই ভুলেই ফাইনালে হাতছাড়া হতে পারে ট্রফি

"রাসেল টি২০তে দুর্ধর্ষ একজন প্লেয়ার। ওঁর ট্যাকটিক্স দলের ২৫ রানের সমান। তরুণ ক্রিকেটারদের সঙ্গে ম্যান ম্যানেজমেন্টের বিষয় বিবেচনা করলে ওঁর দাম হয়ত আরও বেশি। তাই আমি হলে রাসেলকে খেলাবোই। তবে মর্গ্যানকেও এই হিসাবের বাইরে রাখছি না। কারণ ও সেরকমই প্লেয়ার।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL CSK KKR Kolkata Knight Riders
Advertisment