Advertisment

মর্গ্যান ভারতীয় হলে এতক্ষণে ছুরি বেরিয়ে যেত! গম্ভীরের বিস্ফোরণে টালমাটাল নাইট নেতা

টসে জিতে এদিন ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি নেতা কোহলি। শুরুতেই বিপর্যয় নেমে আসে বরুণ চক্রবর্তীর ওভারে। তারপর অবশ্য পুরোটাই এবিডি-ম্যাক্সওয়েল শো।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতীয় ক্যাপ্টেন হলে এতক্ষণে ছুড়ি বেরিয়ে পড়ত! ইয়ন মর্গ্যানকে তুলোধোনা করতে গিয়ে এভাবেই বিস্ফোরক প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। ইনিংসের দ্বিতীয় ওভারেই বরুণ চক্রবর্তী জোড়া উইকেট নিয়ে আরসিবিকে ধাক্কা দেওয়ার পরে চিপকের মাঠ জুড়ে তান্ডব চালিয়ে যান গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডিভিলিয়ার্স।

Advertisment

তবে গম্ভীরের বক্তব্য, নেতৃত্বের গোড়াতেই গলদ! বরুণ চক্রবর্তী কোহলি, রজত পতিদারকে আউট করার পরে আশ্চর্যজনকভাবে আক্রমণ থেকে বরুণকে সরিয়ে নেন ক্যাপ্টেন মর্গ্যান। বদলে নিয়ে আসেন সাকিব আল হাসানকে। এমন রণকৌশলেরই মাথামুন্ডু খুঁজে পাচ্ছেন না গম্ভীর।

আরো পড়ুন: ম্যাক্সওয়েল-এবিডির ব্যাটে ‘খুন’ কেকেআর! সাকিব-হরভজনকে নিয়ে প্রশ্ন ওঠে গেল

তিনি ম্যাচ শেষ হতেই জানিয়ে দিলেন, "বিরাট কোহলির উইকেট বড় মাপের ছিল। তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তারপরেই এমন অদ্ভুত নেতৃত্বের কোনোদিন দেখিনি। প্রথম ওভারে যে দু উইকেট নিল, তার পরের ওভারেই আক্রমণ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে! ফর্মে থাকা যেকোনো ব্যাটসম্যানরা ক্রিজে এলে মোটামুটি পাঁচ-ছয় ওভার দেখে নেয়। সেই সময় বরুণ সাততাড়াতাড়ি ম্যাক্সওয়েলকে ফিরিয়ে দিলে ম্যাচ ওখানেই শেষ হয়ে যেত! হ্যাঁ, তারপরেও এবি থাকত, তবে তেমন পরিস্থিতিতে ওঁর ওপর চাপও থাকত।"

এরপরেই গম্ভীর চাঁচাছোলা ভাষায় জানিয়ে দিয়েছেন, মর্গ্যানের মত ভুল কোনো ভারতীয় করলে এতক্ষণে প্রবল সমালোচনা শুরু হয়ে যেত। বিষ্ফোরণ ঘটিয়ে গম্ভীর সাফ জানিয়েছেন, "কোনো ভারতীয় এমন ভুল করেনি, দেখে ভাল লাগছে। যদি কোনো ভারতীয় ক্যাপ্টেন এমন সিদ্ধান্ত নিত, তাহলে সবাই চাকু বের করে ফেলত। এমন হাস্যকর অধিনায়কত্ব আগে কখনও দেখিনি। এটা এখনো আমার কাছে বোধগম্য নয়। যে বোলার দু উইকেট নিল, আর ফর্মে থাকা কোনো ব্যাটসম্যান ক্রিজে আসতেই তাঁকে সরিয়ে দিল, অদ্ভুত!"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

KKR Gautam Gambhir
Advertisment