সিএসকের বিশাল রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। সেই সময় রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। সেই ওভারে স্যাম কুরানের বোলিংয়ের সময় একটা ডেলিভারি হাত ফস্কে ফাইন লেগের দিকে চলে যায়। তখন গ্লেন ফিলিপস দর্শকদের মাতিয়ে মাঝমাঠেই সেই বল ধাওয়া করেন হাঁকানোর জন্য।
সেই সময় সবেমাত্র ক্রিজে ব্যাটিং করতে নেমেছিলেন কিউয়ি ব্যাটসম্যান। তারপরেই হাসির উদ্রেক করে বল ধাওয়া করেন। প্রচেষ্টা সত্ত্বেও ফিলিপ বলের ধারে কাছে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত আম্পায়ার নো বল ঘোষণা করেন।
সিএসকের বিরুদ্ধে আইপিএলে অভিষেক ঘটে কিউয়ি তারকার। আর উইকেট না হারিয়ে যাতে লক্ষ্যে পৌঁছতে পারে দল, সেই চেষ্টাই করছিলেন ফিলিপস। শিবম দুবের সঙ্গে জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৮ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসে নিজের প্রতিভার পরিচয়ও রেখে যান তারকা।
চোট পাওয়া জোফ্রা আর্চারের বদলি হিসাবে রাজস্থান রয়্যালস নিয়েছিল ২৪ বছরের গ্লেন ফিলিপসকে। জাতীয় দলের জার্সিতে ২৫টি টি২০ খেলা তারকা ৫০৬ রান করেছেন ১৪৯.৭০ স্ট্রাইক রেটে। গত বছর বিশ্বক্রিকেটের শিরোনামে উঠে এসেছিলেন মাউন্ট মাউনগুইয়ের বে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ বলে সেঞ্চুরি করে। কলিন মুনরোকে সরিয়ে তিনিই এখন দ্রুততম টি২০ শতরান হাঁকানো কিউয়ি তারকা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন