Advertisment

মাঝমাঠে বল হাঁকাতে ছুটলেন ফিলিপস! আইপিএলে বেনজির দৃশ্য মুহূর্তে ভাইরাল, দেখুন ভিডিও

মজার মুহূর্ত হাজির করে সিএসকে বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পরে ভাইরাল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লেন ফিলিপস। হাসি চাপতে পারছেন না দর্শকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। মাঠে এক ইঞ্চিও জমি ছাড়া হয় না। সেই কারণেই আইপিএল বাকি ফ্র্যাঞ্চাইজি লিগগুলির থেকে অনেকটা এগিয়ে। তবে মাঠেও মাঝেমাঝে হালকা মুহূর্তের অবতারণা ঘটে। রাজস্থান রয়্যালস বনাম সিএসকে ম্যাচেই ঘটল অভাবনীয় মুহূর্ত। স্যাম কুরানের হাত ফস্কে বেরিয়ে যাওয়া বল-ই শট হাঁকানোর জন্য মাঠের মাঝে ধাওয়া করলেন ব্যাটসম্যান গ্লেন ফিলিপস।

Advertisment

আইপিএল এখন বিজনেস এন্ডে। প্লে অফে ওঠার যাবতীয় তৎপরতা তুঙ্গে উঠেছে। চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার দৌড়ে রয়েছে চার-চারটে দল। এমন টেনশনাক্রান্ত আবহেই কুরান-গ্লেন ফিলিপ কান্ড যেন কিছুটা কমিক রিলিফ হয়ে থাকছে।

আরও পড়ুন: মাঠে ভয়ঙ্কর সংঘর্ষে জড়ালেন ডুপ্লেসিস-মুস্তাফিজুর, দেখুন শিউরে ওঠার মত ভিডিও

সিএসকের বিশাল রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। সেই সময় রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৯ রান। সেই ওভারে স্যাম কুরানের বোলিংয়ের সময় একটা ডেলিভারি হাত ফস্কে ফাইন লেগের দিকে চলে যায়। তখন গ্লেন ফিলিপস দর্শকদের মাতিয়ে মাঝমাঠেই সেই বল ধাওয়া করেন হাঁকানোর জন্য।

সেই সময় সবেমাত্র ক্রিজে ব্যাটিং করতে নেমেছিলেন কিউয়ি ব্যাটসম্যান। তারপরেই হাসির উদ্রেক করে বল ধাওয়া করেন। প্রচেষ্টা সত্ত্বেও ফিলিপ বলের ধারে কাছে পৌঁছতে পারেননি। শেষ পর্যন্ত আম্পায়ার নো বল ঘোষণা করেন।

সিএসকের বিরুদ্ধে আইপিএলে অভিষেক ঘটে কিউয়ি তারকার। আর উইকেট না হারিয়ে যাতে লক্ষ্যে পৌঁছতে পারে দল, সেই চেষ্টাই করছিলেন ফিলিপস। শিবম দুবের সঙ্গে জুটি বেঁধে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৮ বলে ১৪ রানের ক্যামিও ইনিংসে নিজের প্রতিভার পরিচয়ও রেখে যান তারকা।

আরও পড়ুন: বিশ্বকাপে হার্দিককে বাদ দিয়ে কি কেকেআর তারকা! বড়সড় সমর্থন গাভাসকারেরও

চোট পাওয়া জোফ্রা আর্চারের বদলি হিসাবে রাজস্থান রয়্যালস নিয়েছিল ২৪ বছরের গ্লেন ফিলিপসকে। জাতীয় দলের জার্সিতে ২৫টি টি২০ খেলা তারকা ৫০৬ রান করেছেন ১৪৯.৭০ স্ট্রাইক রেটে। গত বছর বিশ্বক্রিকেটের শিরোনামে উঠে এসেছিলেন মাউন্ট মাউনগুইয়ের বে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৬ বলে সেঞ্চুরি করে। কলিন মুনরোকে সরিয়ে তিনিই এখন দ্রুততম টি২০ শতরান হাঁকানো কিউয়ি তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Rajasthan Royals CSK
Advertisment