Advertisment

মাঠেই ঘনিষ্ঠ হয়েছিলেন ইন্দো-অজি কাপল! আইপিএলে তাঁরা জানালেন পছন্দের দল

ভারত, অস্ট্রেলিয়া- দুই দেশেই ক্রিকেট জনপ্ৰিয় খেলা। তাই সকলের সামনেই ওডিআই ম্যাচে গার্লফ্রেন্ডকে প্রোপোজ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন ভারতীয় তরুণ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে। কয়েকমাস আগের ঘটনা। সেই সফরেই গ্যালারিতে আলোচনায় উঠে এসেছিলেন ইন্দো-অজি তরুণী। লাইভ ম্যাচ চলাকালীন প্রেম নিবেদন করে নতুন পথের শরিক হয় দুজনে। সাক্ষী থাকে বাইশ গজ।

Advertisment

আইপিএলের সময় গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকে ভারতে। সেই কাপলও আইপিএলে নিজেদের পছন্দের দল নির্বাচন করে ফেলেছে। আইপিএল চলাকালীন ইন্দো-অজি তরুণ তরুণীর নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নতুন ভিডিওয় দেখা যাচ্ছে সেই কাপল আরসিবির জার্সি পরে রয়েছে। তাঁরা যে বিরাট কোহলির দলকেই আইপিএলে সমর্থন করছেন, তা নিয়ে সন্দেহ নেই। আইপিএলের শুরুর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস লড়াইয়ে দুই তরুণ তরুণীর ভিডিওয় ভাইরাল হয়। সেখানেই দুজনে স্পষ্ট করে দেন আরসিবির জয়ই চাইছেন তাঁরা।

আরো পড়ুন: মাঠেই ঘনিষ্ঠ ভারতীয় প্রেমিক অজি তরুণী! কোহলিদের ম্যাচেই বিয়ের প্রস্তাব, দেখুন ভিডিও

ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওডিআই ম্যাচে গ্যালারিতে ভারতীয় এই তরুণ সরাসরি লাইভ ম্যাচ চলাকালীন প্রপোজ করেন তরুণীকে। ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য জায়ান্ট স্ক্রিনে দেখানো হতেই ক্রিকেট বিশ্বে ভাইরাল হয়ে যায় প্রণয়-প্রণয়ী। ভারতের জাতীয় দলের জার্সি পরে সেই তরুণকে দেখা গিয়েছিল হাঁটু গেড়ে অজি তরুণীকে আংটি উপহার দিচ্ছেন। বিস্ময়ে হতভম্ব হয়ে যান সেই অস্ট্রেলীয় তরুণী। তিনি সঙ্গেসঙ্গেই প্রস্তাবে 'হ্যাঁ' করে দেন। তারপরেই একে অন্যকে চুম্বন করতে দেখা যায়। গ্লেন ম্যাক্সওয়েলকে দেখা যায় দুজনকে চিয়ার করতে।

যাইহোক, আরসিবি এবার টুর্নামেন্টে প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে। ২০১৮, ২০১৯ মরশুমে পরপর দু-বার আইপিএলের পয়েন্ট তালিকার নীচে শেষ করে বিরাট কোহলির দল। গত মরশুমে প্লে অফেও ওঠে তারা। এবার কী অজি-ভারতীয় তরুণ-তরুণীর সমর্থনে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করতে পারবেন কোহলিরা, সেটাই দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Cricket Australia cricket RCB
Advertisment