আইপিএলে কার্যত প্রতিপক্ষ দলের রণনীতি ফাঁস করে দিলেন কেকেআরের দলনেতা ইয়ন মর্গ্যান। স্কাই স্পোর্টসের পডকাস্টে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের নেতা জানিয়েছেন, সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলের হয়ে ওপেন করবেন জস বাটলার এবং বেন স্টোকস।
কিছুদিন আগেই ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচে খেলার সময় স্টোকস-বাটলারদের সান্নিধ্যে কাটিয়েছেন মর্গ্যান। তিনি এদিন বলছিলেন, "রাজস্থান রয়্যালসের হয়ে এই মরশুমে স্টোকস-বাটলার ওপেন করতে চলেছে।"
আরো পড়ুন: একের পর এক করোনা আক্রান্ত IPL-এ! টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল বোর্ড
জাতীয় দলের দুই তারকাকে হাতের তালুর মতোই চেনেন তিনি। মর্গ্যান বলছিলেন, দুজনেই দায়িত্ব নিয়ে খেলতে ভালোবাসে। যত দায়িত্ব দেওয়া হবে, ততই ওঁরা আরো পারফর্ম করবে। "যদি এই দুই সুপারস্টার দলের হয়ে ইনিংসের গোড়াপত্তন করে, তাহলে বিষয়তা আকর্ষণীয় হতে চলেছে। তবে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন হিসাবে আমিও চাইব শুরু থেকেই যেন ভালো বোলিং করতে পারে দল।"
গত মরশুমে কেকেআরের দায়িত্ব পেয়েছিলেন টুর্নামেন্টের মাঝপথে। দীনেশ কার্তিকের হাত থেকে নেতৃত্ব তুলে দেওয়া হয় বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের ক্যাপ্টেনের হাতে।
আইপিএলে স্টোকসকে ওপেন করতে দেখার সুযোগ হলেও মর্গ্যান স্পষ্ট করে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে স্টোকসকে মিডল অর্ডারেই ব্যাট করতে হবে। কারণ মর্গ্যানের যুক্তি, ইংল্যান্ড দলে টপ থ্রি-তে ব্যাট করার একাধিক দাবিদার রয়েছে। তাই মর্গ্যান জানিয়ে দিয়েছেন, শুরুর ১০ ওভার নয়, ম্যাচ জেতা যায় শেষের ১০ ওভারেই। তাই দলের ব্যাটসম্যানদের সঠিক পজিশনে নামাতে চান তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন