রোহিত শর্মাকে বাইরে রেখেই আমিরশাহি পর্বের আইপিএলে প্ৰথম ম্যাচে খেলতে নামল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতের পরিবর্তে মুম্বইয়ের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন কায়রণ পোলার্ড। তিনি জানিয়েছেন, রোহিতের চোট আঘাতের কোনও সমস্যা নেই। ক্যারিবীয় তারকা সাফ জানালেন, কেবলমাত্র এই ম্যাচেই নেতৃত্বের আর্মব্যান্ড পরছেন তিনি। ঘটনা হল, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে হাঁটুর সামান্য চোট পেয়েছিলেন রোহিত।
Advertisment
তাই টানা ক্রিকেটের মাঝে বিশ্রামের উদ্দেশ্যেই রোহিতকে রবিবার বাইরে রাখা হয়েছে। জানা গিয়েছে, পরের ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে নামবেন রোহিত। তবে রোহিতের সঙ্গেই বাইরে রাখা হয়েছে হার্দিক পান্ডিয়াকেও। তাঁর বদলে খেলছেন আনমোলপ্রীত সিং। এদিনই আইপিএলে অভিষেক হল আনমোলপ্রীতের।
টসের সময় পোলার্ড জানান, "আমরা টসে জিতলে কী করব, তা নিয়ে নিশ্চিত ছিলাম না। তাই টসে হেরে ভালোই হল। রোহিত একদমই ঠিক রয়েছে। দ্রুত ওঁকে মাঠে দেখা যাবে। আমি কেবলমাত্র আজকের জন্যই নেতৃত্ব দিচ্ছি। কয়েকমাস আগে আইপিএল অভিযান শুরু করেছিলাম আমরা। কয়েকটা ম্যাচ জিতে মোমেন্টামও পেয়ে গিয়েছিলাম। রোহিত এদিন খেলছে না। হার্দিকও তাই। আনমোলপ্রীত অভিষেক ঘটাচ্ছে। আর সবাই দলের নিয়মিত ক্রিকেটার।"
কাঁধে অস্ত্রোপচারের পরে এখনও সেরা ছন্দে নেই হার্দিক। বলও কম করেন। যদিও বিশ্বকাপের স্কোয়াডে হার্দিককে রাখার পরে প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছিলেন, পুরো চার ওভারের কোটাই বল করবেন হার্দিক।