Advertisment

IPL 2021 Live Score, KKR vs MI Live Cricket Score in Bengali: জেতা ম্যাচ হেরে গেল কেকেআর, দুরন্ত বোলিং মুম্বইয়ের

IPL 2021 Live Score, KKR vs MI Live Cricket Score Streaming Online Updates in Bengali :মুম্বইয়ের বোলিং কেন চলতি টুর্নামেন্টের অন্যতম সেরা, তা আরো একবার প্ৰমাণ পাওয়া গেল। রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বইকে ম্যাচে ফেরালেন রাহুল চাহার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IPL 2021, KKR vs MI Live Cricket Match Score Online Updates in Bengali:

Advertisment

জেতা ম্যাচ শেষ পর্যন্ত ১০ রানে হেরে বসল কেকেআর। সহজ জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১৫৩ রান। মুম্বইয়ের ১৫২ রানের জবাবে ব্যাট করতে নেমে একসময় কেকেআর ওপেনিং জুটিতেই ৭২ তুলে ফেলে। তখন সবে মাত্র ৯ ওভার। সেই ম্যাচেই কিনা কেকেআর ২০ ওভারে মাত্র ১৪২/৭-এর বেশি তুলতে পারল না।

Follow live cricket updates in ENGLISH

  • Apr 13, 2021 23:54 IST
    হারল কেকেআর

    পরপর উইকেট হারিয়ে আগেই ম্যাচের সমীকরণ কঠিন করে দিয়েছিল কেকেআর। সেই ম্যাচ আর উতরোতে পারল না কেকেআর। ১৫২ রানের জবাবে কেকেআর ২০ ওভারে তুলতে পারল মাত্র ১৪২ রান। দীনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেল থাকলেও বুমরা-বোল্ট আটকে দিলেন কেকেআরকে। শেষ ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৯ রান। সেই লাইন পেরোতে ব্যর্থ নাইটরা।



  • Apr 13, 2021 22:52 IST
    চাহারের ঝটকা

    একের পর এক উইকেট হারিয়ে রীতিমত সমস্যায় কেকেআর। ওপেনিং জুটিতেই ৭২ উঠে গিয়েছিল। সেখান থেকে ভাবা হয়েছিল সহজেই জয় ছিনিয়ে নেবে কেকেআর। তবে পরপর ৫ উইকেট খুইয়ে বিপাকে কেকেআর। শুভমান গিলের পর ফিরে গিয়েছেন নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ক্যাপ্টেন মর্গ্যান, সাকিব আল হাসান। কেকেআর এখন ১২২/৫।



  • Apr 13, 2021 22:13 IST
    দারুণ শুরু নাইটদের

    লক্ষ্য সামান্যই। মাত্র ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দারুণ শুরু করেছে কেকেআর। নীতিশ রানা (৩৭) এবং শুভমান গিল (৩৩) স্বচ্ছন্দে ব্যাটিং করছিলেন। ৩৩ রানের মাথায় রাহুল চাহার আউট করেছেন গিলকে। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৭৩/১।



  • Apr 13, 2021 21:17 IST
    অলআউট মুম্বই

    ১৫২ রানে খতম হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ওভারে আন্দ্রে রাসেল ৪ উইকেট দখল করলেন। এর মধ্যে একবার হ্যাটট্রিকের পরিস্থিতিও তৈরি হয়েছিল। সবমিলিয়ে ১৫৩ রান টার্গেট কেকেআরের সামনে।



  • Apr 13, 2021 21:04 IST
    চাপে মুম্বই

    পরপর আউট হয়ে চাপে মুম্বই। মুম্বইকে টানছিলেন ক্যাপ্টেন রোহিত। তাঁকে প্রথমে ফেরান প্যাট কামিন্স। তারপরের ওভারেই হার্দিক পান্ডিয়াকে আউট করেন প্রসিদ্ধ কৃষ্ণ। নিজের ওভারে জোড়া শিকার করলেন আন্দ্রে রাসেল। একই ওভারে আউট করলেন কায়রণ পোলার্ড এবং মার্কো জানসেনকে। শেষ ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বড় রান গড়ার স্বপ্নে ইতি মুম্বইয়ের। ১৮ ওভার শেষে স্কোর ১৩০/৭।



  • Apr 13, 2021 20:34 IST
    আউট ঈশান কিষান

    পরপর দু-ওভারে জোড়া উইকেট হারাল মুম্বই। সূর্যকুমারের পর এবার ঈশান কিষানকে ফেরালেন প্যাট কামিন্স। শর্ট বল করেছিলেন অস্ট্রেলীয়। হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তুলে বিদায় নেন ঈশান কিষান। ১৩ ওভার শেষে মুম্বই ৯৩/৩।



  • Apr 13, 2021 20:31 IST
    আউট সূর্যকুমার

    হাফসেঞ্চুরি করে রোহিত শর্মার সঙ্গে দলকে দারুণ টানছিলেন সূর্যকুমার যাদব। মাত্র ৩৩ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। প্যাট কামিন্সের বলে ছক্কা হাঁকিয়ে ফিফটিও পূরণ করেন। তবে বেশিক্ষণ টিকতে ব্যর্থ তিনি। ৩৬ বলে ৫৬ রান করে সাকিব আল হাসানকে তুলে মারতে গিয়ে শুভমান গিলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।



  • Apr 13, 2021 20:27 IST
    সূর্যকুমারের ঝড়

    হরভজন সিংকে তুলোধোনা করলেন সূর্যকুমার যাদব। আগের ওভারেই ডিকক ফিরে গিয়েছিলেন। তারপরেই হরভজনের ওপর চড়াও হলেন ভাজ্জি। তিন বাউন্ডারিতে সূর্যকুমার তুললেন ১৪ রান।



  • Apr 13, 2021 20:25 IST
    আউট ডিকক

    নতুন বলে স্পিন দিয়ে দুই প্রান্ত দিয়েই আক্রমণ শানিয়েছিল কেকেআর। আর দ্বিতীয় ওভারেই বরুণ চক্রবর্তীর বলে আউট ডিকক। তুলে মিড অফ দিয়ে হাঁকাতে চেয়েছিলেন। তবে দারুণ ক্যাচ নেন রাহুল ত্রিপাঠি।



  • Apr 13, 2021 19:32 IST
    মুম্বই একাদশ

    আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন ঘটিয়েছে মুম্বই। কুইন্টন ডিককের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই নাইটদের বিরুদ্ধে ম্যাচে তিনি নির্বাচিত হতে পারতেন। সেই সম্ভাবনাকে মর্যাদা দিয়েই মুম্বই এদিন প্রোটিয়াজ তারকাকে নিয়ে দল সাজালো। আগের ম্যাচে দারুন ব্যাটিং করেও বাদ পড়তে হল ক্রিস লিনকে।

    মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডিকক, রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, কায়রণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, মার্কো জানসেন



  • Apr 13, 2021 19:31 IST
    মুম্বই একাদশ

    আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন ঘটিয়েছে মুম্বই। কুইন্টন ডিককের কোয়ারেন্টাইন পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই নাইটদের বিরুদ্ধে ম্যাচে তিনি নির্বাচিত হতে পারতেন। সেই সম্ভাবনাকে মর্যাদা দিয়েই মুম্বই এদিন প্রোটিয়াজ তারকাকে নিয়ে দল সাজালো। আগের ম্যাচে দারুন ব্যাটিং করেও বাদ পড়তে হল ক্রিস লিনকে।

    মুম্বই ইন্ডিয়ান্স: কুইন্টন ডিকক, রোহিত শর্মা, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, কায়রণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, মার্কো জানসেন



  • Apr 13, 2021 19:23 IST
    কেকেআর একাদশ

    আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রাখা হয়েছে এদিন।

    কেকেআর: নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্রসিদ্ধ কৃষ্ণ, প্যাট কামিন্স, হরভজন সিং, বরুণ চক্রবর্তী



  • Apr 13, 2021 19:20 IST
    টস

    টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন কেকেআর দলনেতা ইয়ন মর্গ্যান। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ নিল নাইটরা।



  • Apr 13, 2021 18:23 IST
    মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড:-

    রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, ইশান কিষান, ক্রুণাল পান্ডিয়া, ধাওয়াল কুলকার্নি, মহসীন খান, অনুকূল রয়, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জয়ন্ত যাদব, আনমোলপ্রীত সিং, পীযূষ চাওলা, যুধবীর চরক ও অর্জুন তেন্ডুলকর,

    কায়রন পোলার্ড, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি'কক, ক্রিস লিন, অ্যাডাম মিলিন, ন্যাথন কুল্টার-নাইল, জিনি নিশাম ও মারকো জানসেন।



  • Apr 13, 2021 18:17 IST

    কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (সি), দীনেশ কার্তিক (ডাব্লু), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কমিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, বেন কাটিং , করুণ নায়ার, পবন নেগি, কুলদীপ যাদব, গুরকিরাত সিং মান, শেল্ডন জ্যাকসন, সন্দীপ ওয়ারিয়র, টিম সিফের্ট, লকি ফার্গুসন, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, বৈভব অরোরা



IPL KKR Mumbai Indians Kolkata Knight Riders
Advertisment