Advertisment

IPL 2021 Live Score, KKR vs RCB Live Cricket Score in Bengali: কেকেআরকে হারিয়ে টানা তিন ম্যাচ জয় আরসিবির

IPL 2021 Live Score, KKR vs RCB Live Cricket Score Streaming Online Updates in Bengali: মুম্বইয়ের বিরুদ্ধে সহজ ম্যাচ হেরে গিয়ে চাপে পড়েছে কেকেআর। এবার আরসিবির বিপক্ষে হেরে নাভিশ্বাস উঠল মর্গ্যানদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

IPL 2021, RCB vs KKR, DC vs PBKS Team Predicted Playing 11 Today Match LIVE Updates in Bengali:

Advertisment

প্রথমে ম্যাক্সওয়েল (৪৯ বলে ৭৮), তারপর এবি ডিভিলিয়ার্স (৩৪ বলে ৭৬)। দক্ষিণ আফ্রিকান, অস্ট্রেলিয়ান মিলে কেকেআর বোলিংকে তুলোধোনা করলেন চিপকের পিচে। দুজনের দুর্ধর্ষ হাফসেঞ্চুরির সৌজন্যে আরসিবি প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তুলেছিল ২০৪ রান। সেই টার্গেটের মুখে কেকেআর থামল ১৬৬/৮-এ।

অথচ প্রথমে শুরুটা একদম মনের মত করেছিল কেকেআর। দ্বিতীয় ওভারেই বরুণ চক্রবর্তী ফিরিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি এবং রজত পতিদারকে। অদ্ভুত কারণে বরুণ চক্রবর্তীকে সেই সময় আক্রমণ থেকে সরিয়ে নিয়ে বড়সড় ভুল করেন মর্গ্যান।

আর ক্রিজে একবার সেটল হয়েই বেপরোয়া হয়ে ওঠেন ম্যাক্সওয়েল। মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি করে যান তিনি। ৯/২ হয়ে যাওয়ার পরে দেবদূত পাডিক্কলের সঙ্গে ৮৬ রানের পার্টনারশিপ গড়ে কেকেআরকে ব্যাকফুটে ফেলে দেন। নিজের ইনিংসে তিনি ৯টা বাউন্ডারির সঙ্গেই তিনটে বিশাল ওভার বাউন্ডারিও হাঁকান।

পাডিক্কল আউট হয়ে যাওয়ার পর চিপকে শুরু হয় ম্যাক্সওয়েল-এবিডির তান্ডব। দু-জন একের পর এক বোলারকে ওড়াতে থাকেন। প্যাট কামিন্স শেষে জাতীয় দলের সতীর্থকে আউট করলেও আরসিবির বড় রান ওঠা কার্যত তখন নিশ্চিত হয়ে গিয়েছে।

ম্যাক্সওয়েল ফিরে যাওয়ার পর যেন আরো মারকুটে হয়ে ওঠেন এবিডি। মাত্র ২৭ বলে ফিফটি করে যান এদিন। শেষ ওভারে আন্দ্রে রাসেলের ওভারে ২২ রান নিয়ে দলকে ডাবল সেঞ্চুরি পার করে দেন। অন্যপ্রান্তে জেমিসন ৪ বলে ১১ রানে নটআউট থাকেন।

IPL 2021, RCB vs KKR Live Cricket Score in Bengali

  • Apr 18, 2021 19:38 IST
    ফের কেকে হার

    পারল না কেকেআর। বিশাল টার্গেটের সামনে কেকেআর শেষ হল স্কোরবোর্ডে মাত্র ১৬৬ তুলে। রাসেল শেষদিকে চেষ্টা করলেও তা যথার্থ ছিল না।



  • Apr 18, 2021 18:48 IST
    আউট মর্গ্যান

    স্কোরবোর্ডে ১২১ তোলার ফাঁকেই ৫ নম্বর উইকেট হারিয়ে ফেলল কেকেআর। হর্ষল প্যাটেলকে ক্যাপ্টেন মর্গ্যানকে ফিরিয়ে জোরালো ধাক্কা দেন কেকেআর শিবিরে। তার আগে যুজবেন্দ্র চাহাল ফিরিয়ে দিয়েছিলেন দীনেশ কার্তিককে। ক্রিজে রাসেলের সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। ১৫ ওভার শেষে কেকেআর ১২১/৫। জয়ের জন্য ২৭ বলে প্রয়োজন ৮২ রান।



  • Apr 18, 2021 18:12 IST
    চাপে কেকেআর

    বিশাল রানের টার্গেট তাড়া করতে নেমে কেকেআর শুরুটা খারাপ করেনি। পাওয়ার প্লে-র ৫.২ ওভারেই ফিফটি তুলে ফেলেছিল। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে নাইটরা। ৯ ওভারে স্কোরবোর্ডে ৬৯ তুললেও আউট হয়ে প্যাভিলিয়নে শুভমান গিল (৯ বলে ২১), রাহুল ত্রিপাঠি (২০ বলে ২৫) এবং নীতিশ রানা (১১ বলে ১৮)। কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল এবং ওয়াশিংটন সুন্দর ১ টি ২ উইকেট নিয়েছেন। ক্রিজে রয়েছেন ক্যাপ্টেন মর্গ্যান এবং দীনেশ কার্তিক।



  • Apr 18, 2021 17:31 IST
    আরসিবি ২০৪

    ম্যাক্সওয়েলের পর ব্যাট হাতে শেষদিকে তান্ডব এবি ডিভিলিয়ার্সের ব্যাটে। আর জোড়া হাফসেঞ্চুরিতে ভর করেই কেকেআরের সামনে ২০৫ রানের টার্গেট দিল আরসিবি।



  • Apr 18, 2021 16:34 IST
    কৃষ্ণর ব্রেক থ্রু

    ১২নম্বর ওভারে কেকেআরকে ব্রেক থ্রু উপহার দিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৮ বলে ২৫ রানে ব্যাট করছিলেন পাডিক্কল। কৃষ্ণকে তুলে হাঁকাতে গিয়েই বাউন্ডারি লাইনের ধারে রাহুল ত্রিপাঠির হাতে ক্যাচ তুলে বিদায় নেন পাডিক্কল। ১২ ওভারে আরসিবি ১০১/৩।



  • Apr 18, 2021 16:21 IST
    ম্যাক্সওয়েলের ফিফটি

    দুরন্ত ফিফটি করে খেলার মোড় ঘুরিয়ে দিলেন ম্যাক্সওয়েল। কঠিন সময়ে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল মাত্র ২৮ বলে হাফসেঞ্চুরি করে গেলেন। নিজের ইনিংসে এখনো পর্যন্ত হাফডজন বাউন্ডারি মারার সঙ্গে জোড়া ছক্কাও হাঁকিয়েছেন। এই নিয়ে চলতি মরশুমে তিন ম্যাচের মধ্যে দুটো হাফসেঞ্চুরি করে ফেললেন অস্ট্রেলীয় তারকা। ম্যাক্সওয়েলের দাপটেই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ভাল পজিশনে আরসিবি। ৯ ওভারে আরসিবির স্কোর ৭৮/২।



  • Apr 18, 2021 15:55 IST
    আউট কোহলি

    শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ল আরসিবি। ক্যাপ্টেন মর্গ্যান দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে আক্রমণের সূচনা করেছিলেন। দ্বিতীয় ওভারেই জোড়া ঝটকা দেন বরুণ চক্রবর্তী। বরুণের বল মিড অফের ওপর দিয়ে পাওয়ার প্লে-তে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন। তবে অনেকটা দৌড়ে দুর্দান্ত ক্যাচ নেন রাহুল ত্রিপাঠি। সেই ওভারেই বরুণের গুগলি বুঝতে না পেরে বোল্ড হয়ে তিন নম্বরে নামা রজত পতিদার।



  • Apr 18, 2021 15:19 IST
    কেকেআর একাদশ

    আগের ম্যাচে হারলেও একই একাদশ নিয়ে খেলতে নামছেন নাইট নেতা ইয়ন মর্গ্যান। সাকিব আল হাসান এবং হরভজন সিংয়ের জায়গা নিয়ে সংশয় থাকলেও দুই তারকাকেই রেখে দেওয়া হয়েছে দলে।

    নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী



  • Apr 18, 2021 15:19 IST
    আরসিবি একাদশ

    চার নয়, তিন বিদেশি নিয়ে কেকেআর ম্যাচে খেলতে নামছে আরসিবি। ড্যান ক্রিশ্চিয়ানকে বাইরে রেখে প্রথম একাদশে খেলানো হচ্ছে রজত পতিদারকে।

    দেবদূত পাডিক্কল, বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেল



  • Apr 18, 2021 15:16 IST
    কেকেআর একাদশ

    আগের ম্যাচে হারলেও একই একাদশ নিয়ে খেলতে নামছেন নাইট নেতা ইয়ন মর্গ্যান। সাকিব আল হাসান এবং হরভজন সিংয়ের জায়গা নিয়ে সংশয় থাকলেও দুই তারকাকেই রেখে দেওয়া হয়েছে দলে।

    নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী



  • Apr 18, 2021 15:13 IST
    টস

    টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিল আরসিবি। অর্থাৎ কেকেআরের কাছে রান তাড়া করে জেতার চ্যালেঞ্জ চিপকে।



  • Apr 18, 2021 15:11 IST
    মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড

    রোহিত শর্মা (ক্যাপ্টেন), আনমোলপ্রীত সিংহ, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব, অ্যাডাম মিলনে, ধবল কুলকার্নি, জসপ্রীত বুমরা, জয়ন্ত যাদব, মহসিন খান, নাথান কুল্টার নাইল, পীযূষ চাওলা, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট, যুধবীর সিংহ, অনুকূল রায়, অর্জুন তেন্ডুলকর, হার্দিক পান্ডিয়া, জেমস নিশাম, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, মার্কো জানসেন, আদিত্য তারে, ঈশান কিষাণ ও কুইন্টন ডি'কক (উইকেটকিপার)।



  • Apr 18, 2021 15:08 IST
    কেকেআর স্কোয়াড

    কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (ক্যাপ্টেন), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কমিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, বেন কাটিং , করুণ নায়ার, পবন নেগি, কুলদীপ যাদব, গুরকিরাত সিং মান, শেল্ডন জ্যাকসন, সন্দীপ ওয়ারিয়র, টিম সিফের্ট, লকি ফার্গুসন, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, বৈভব অরোরা



Virat Kohli Mumbai Indians KKR IPL
Advertisment