Advertisment

'ঘরের ছেলে' নারিনকে বাদ দিয়ে সাকিবকে নিল কেকেআর, অভিষেক হরভজনেরও

কেকেআরের প্রথম একাদশে বাদ পড়েছেন সুনীল নারিন। তাঁর পরিবর্তে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। হায়দরাবাদ দলে রয়েছেন ঋদ্ধিমান সাহাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেকেআর একাদশের পুরোনো সদস্য। আগে খেলেছিলেন টানা পাঁচ বছর। বাংলাদেশি তারকার প্রত্যাবর্তনে তাঁকে, সাকিব আল হাসানকে রেখেই প্রথম একাদশ সাজালেন কেকেআর দলনেতা ইয়ন মর্গ্যান।

Advertisment

টুর্নামেন্ট শুরুর আগেই কেকেআরের প্রথম একাদশ নিয়ে জল্পনা চলছিল। কেকেআরের ঘরের ছেলে হয়ে যাওয়া সুনীল নারিনকে বাইরে রেখেই হায়দরাবাদ ম্যাচের দল সাজান কিনা মর্গ্যান, সেদিকেই নজর ছিল। তবে এদিন প্রথম একাদশ সাজানোর পর দেখা গেল বাদ দেওয়া হয়েছে সুনীল নারিনকে।

আরো পড়ুন: সন্ধ্যা ৭.৩০-এ আইপিএল ম্যাচ কেন! হেরে বেনজিরভাবে রাগ উগরে দিলেন ধোনি

কেকেআরের চার বিদেশি কোটায় জায়গা করে নিয়েছেন অধিনায়ক ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স এবং সাকিব আল হাসান। কুলদীপকে বাইরে রেখে বর্ষীয়ান হরভজনকেও রাখা হয়েছে প্রথম একাদশে। প্ৰথম একাদশে জায়গা হয়নি কিউয়ি তারকা লকি ফার্গুসনেরও।

২০১৯ সালের মে মাসের ১২ তারিখ শেষবার কোনো পেশাদারি ক্রিকেটে খেলেছিলেন মিস্টার টার্বুনেটর। আইপিএলের ফাইনাল খেলার ৬৯৯ দিন পর ফের মাঠে নামলেন হরভজন। ২৪ ঘন্টা আগেই সিএসকে জার্সিতে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়েছেন সুরেশ রায়না। রায়নার মতই ভাজ্জি কেকেআরের হয়ে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেন কিনা, সেটাই দেখার।

এদিন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন সানরাইজার্স নেতা ডেভিড ওয়ার্নার। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কেকেআর একাদশ: শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবি, আবদুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা এবং টি নটরাজন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sunil Narine Sunrisers Hyderabad KKR Shakib Al-Hasan
Advertisment