আইপিএলে দুরন্ত প্রত্যাবর্তনের সাক্ষী রেখে ফাইনালে পৌঁছে গিয়েছে কেকেআর। শুক্রবার অন্তিম যুদ্ধে এবার কেকেআর নামছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।
তবে ফাইনালে খেলতে নামার আগে কেকেআরের সবথেকে দুর্বল দিক প্রকাশ্যে চলে এসেছে। দিল্লি ম্যাচেই বেআব্রু হয়ে গিয়েছিল কেকেআরের এই দুর্বলতা। সিএসকের বিরুদ্ধে এই দুর্বলতাই ভোগাতে পারে মর্গ্যানের দলকে। কী এই দুর্বলতা? জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার ব্যাটসম্যান সাবা করিম জানিয়েছেন, কেকেআরের সবথেকে বড় সমস্যা মিডল অর্ডার। টপ অর্ডার নিয়ে কেকেআর কোনও চিন্তাই নেই। তবে নাইটদের চাপে রাখবে তাঁদের মিডল অর্ডার।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় শিবিরে চরম দুঃসংবাদ! খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন KKR সুপারস্টার
দিল্লির বিরুদ্ধেই কেকেআর এই মিডল অর্ডারের জন্য প্রায় হেরে বসেছিল। শুভমান গিল আউট হওয়ার পরে মাত্র ১২ রান বাকি ছিল। হাতে ছিল পর্যাপ্ত বল। তবে কেকেআরের মিডল অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। মাত্র ৮ রান স্কোরবোর্ডে যোগ করার ফাঁকে ৬ উইকেট হারায় কেকেআর। শেষ ওভারে কোনওরকমে ছক্কা হাঁকিয়ে ম্যাচ বের করেন রাহুল ত্রিপাঠি।
সাবা করিম কেকেআরের এই হারাকিরি দেখে ইউটিউব চ্যানেল খেলনীতি-তে বলেছেন, "ইয়ন মর্গ্যান, সাকিব আল হাসান কিংবা দীনেশ কার্তিকদের থেকে ব্যাট হাতে সেভাবে ভাল পারফরম্যান্স আমরা দেখিনি। কেকেআরের অবিশ্বাস্য ফর্মের পিছনে টপ অর্ডার। দুই ওপেনার শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি পরপর ভাল খেলেছেন। ভেঙ্কটেশ আইয়ার বল হাতেও অবদান রেখেছে।"
আরও পড়ুন: ও তো উইকেটই নিতে পারে না! অশ্বিনকে অবজ্ঞা করে চরম আক্রমণ মঞ্জরেকরের
কেকেআর কী শক্তিশালী চেন্নাইকে দুবাইয়ের মহারণে হারিয়ে বাজিমাত করতে পারবে? সাবা করিমের বিশ্লেষণ, "সিএসকের ব্যাটিং ভীষণ শক্তিশালী। তবে ওঁদের দুর্বলতা বোলিং। যদি কেকেআরকও জিততে হয়, তাহলে চেন্নাইয়ের দুর্বল বোলিংয়ের ফায়দা তুলতে হবে। রাসেল ফিট হয়ে নামতে পারলে কেকেআরের জয়ের সম্ভবনা নিঃসন্দেহে বেড়ে যাবে।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন