Advertisment

ক্রিকেটার না হলে ফুচকা বিক্রেতা! জীবনের গোপন রহস্য ফাঁস নাইট তারকার, রইল ভিডিও

ক্রিকেটার না হলে ফুচকা বিক্রেতা হতেন। এমনটাই জানিয়ে দিলেন কেকেআর তারকা। দিলেন সাক্ষাৎকার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আমিরশাহিতে রবিবার থেকেই শুরু হতে চলেছে ধুন্ধুমার ক্রিকেট মহারণ। তার আগেই ঘরোয়া ক্রিকেটের অন্যতম তারকা শেলডন জ্যাকসন জানিয়ে দিলেন নিজের জীবন কাহিনী। কোনওরকমে দিন গুজরান থেকে এখন সম্পদশালী হয়ে ওঠার কাহিনী তুলে ধরলেন ক্রিকেট মহলের কাছে। জানিয়ে দিলেন, ক্রিকেটার হওয়ার স্বপ্ন একসময় কার্যত শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ঘরোয়া ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারা।

Advertisment

আসন্ন আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে। সৌরাষ্ট্রের এক তারকা ক্রিকেটার মোটেই সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেননি। ঘরোয়া ক্রিকেটে খেললেও সেভাবে নামি হয়ে উঠতে পারেননি। তবে কেকেআর সৌরাষ্ট্রের তারকা উইকেটকিপার ব্যাটসম্যানকে সই করানোর পরে জীবন বদলে গিয়েছে। তারও আগে বিরাট কোহলির আরসিবি জ্যাকসনকে সই করিয়েছিল ২০১৩-য়।

আইপিএল শুরুর আগে শেলডন জ্যাকসন সম্প্রতি কেকেআরের মিডিয়া দলের কাছে নিজের বিষয়ে খুল্লামখুল্লা ব্যক্ত করেছেন। আইপিএলে আসার আগে ঘরোয়া ক্রিকেটেও অনিয়মিত হয়ে পড়েছিলেন। মাত্র ২৫ বছর বয়সেই জ্যাকসন ক্রিকেট ছেড়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন।

সাক্ষাৎকারে জ্যাকসন জানিয়েছেন, "২৫ বছর বয়সেই ক্রিকেট পুরোপুরি ছেড়ে দিতে চেয়েছিলাম। টানা পাঁচ বছর রঞ্জি ট্রফি স্কোয়াডে ছিলাম একটাও ম্যাচ না খেলে। তারপরে এক শপথ শাহ নামের এক বন্ধু আমাকে পরামর্শ দেন, এত বছর কঠিন পরিশ্রম করেছ, আর একটা বছর অন্তত সময় দাও। তাতেও যদি সমস্যা না মেটে, তাহলে আমার ফ্যাক্টরিতে চলে এস। তোমাকে চাকরি দেব। তবে তার আগে আরও একটা বছর নিজেকে দাও।"

তারপরেই ইতিহাস। রঞ্জিতে সেই মরশুমে জ্যাকসনের ব্যাট থেকে বেরোয় ঝুড়ি ঝুড়ি রান। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হন। ২০১৫-১৬ মরশুমে বিজয় হাজারেতে পরপর দু ম্যাচে জোড়া সেঞ্চুরি হাঁকান। ২০১৭-য় কেকেআরের জার্সিতে ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল অভিষেক ঘটান।

জ্যাকসন আরও বলছেন, "সেই বছর ঘরোয়া ক্রিকেটে প্রায় সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছিলাম। সেরা রান স্কোরার হই। সব টুর্নামেন্টে খেলি জাতীয় দল বাদে। একই বছরে আমার নামের পাশে চারটে সেঞ্চুরি। এর মধ্যে তিনটি সেঞ্চুরি পরপর ম্যাচে। সেখান থেকেই আমার কেরিয়ার যেন নতুন করে শুরু হয়। তখনই আমি উপলব্ধি করি, আমি যদি জীবনে কিছু করতে পারি, সেটা এই ক্রিকেটই। অন্য কিছু নয়। জীবনে অন্য কিছু আর ফিরেও দেখিনি। যদি ক্রিকেট আমার প্রতি সদয় না হত, তাহলে হয়ত রাস্তায় ফুচকা বিক্রি করতাম।"

৩৪ বছরের তারকা ক্রিকেটার শেষ আইপিএল খেলেছেন ২০১৭-য়। চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে। দ্বিতীয় পর্বে কেকেআরের জার্সিতে তাঁকে দেখা যায় কিনা, সেটাই দেখার।

IPL KKR Kolkata Knight Riders
Advertisment