Kolkata Knight Riders IPL 2021 retained and released players:
আসন্ন নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স পাঁচজন ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে। ১৭ জনকে স্কোয়াডে ধরে রেখেছে। আইপিএল ২০২১-এর নিলামে ১০.৮৫ কোটি টাকা নিয়ে নামবে কেকেআর।
অধিকাংশ তারকা যেমন ইয়ন মর্গ্যান, প্যাট কামিন্স, শুভমান গিলদের ধরে রেখেছে নাইটরা। তবে ছেড়ে দিয়েছে টম ব্যান্টন, ক্রিস গ্রিন, সিদ্ধেষ লাড, নিখিল নাইক, এম সিদ্ধার্থদের।
আরো পড়ুন: স্মিথ, মালিঙ্গাকে ছেড়ে দিল রাজস্থান, মুম্বই! কেকেআর দলেও চমক
(1/17) #KKR Retentions:@Eoin16 will lead KKR once again in #IPL2021 ????
Your reaction ⬇️
????██ Happy!
????███ Very Happy!
????████ Over the Moon!#KKR #KKRHaiTaiyaar #Cricket #IPLretention #IPLAuction #EoinMorgan pic.twitter.com/hQTmWEGaXQ— KolkataKnightRiders (@KKRiders) January 20, 2021
কেকেআর রিটেনড লিস্ট:
ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, নীতিশ রানা, শুভমান গিল, রিঙ্কু সিং, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগারকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, প্যাট কামিন্স, প্রসিধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম স্টাইফার্ট
রিলিজ করা হল যাঁদের-
টম বান্টন, ক্রিস গ্রিন, নিখিল নাইক, সিদ্ধার্থ এম, সিদ্ধেষ লাড
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন