Advertisment

KKR ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজিতে গম্ভীর! নিলামের আগেই মহা দলবদল IPL-এ

কেকেআরের দুবারের আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে এবার মেন্টর ঘোষণা করল লখনৌ ফ্র্যাঞ্চাইজি। গম্ভীর এবার নতুন দায়িত্বে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি বোর্ড। তবে একের পর এক ঘোষণা করে চলেছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি। নতুন আইপিএলে দল নামিয়েই শুক্রবার সঞ্জীব গোয়েঙ্কার দল জানিয়ে দিয়েছিল, এন্ডি ফ্লাওয়ারকে হেড কোচ করছে তাঁরা। ২৪ ঘন্টা পরে আবার মেন্টরের নাম-ও জানিয়ে দিল লখনৌ। কেকেআরকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করা গৌতম গম্ভীর আসন্ন মরশুমে দলের মেন্টর হচ্ছেন।

Advertisment

খেলোয়াড়ি জীবনে দাড়ি টানার পরে তারকা আপাতত রাজধানীর রাজনীতিতে ব্যস্ত। বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছেন। এর মধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকায় দেখা যেত তাঁকে। এবার মেন্টরের মত নয়া দায়িত্ব পালন করতে হবে তাঁকে।

আরও পড়ুন: দাদা বনাম কোহলি বিতর্কের মধ্যেই ইঙ্গিতপূর্ণ জাদেজা! কাকে ‘বন্ধু’ বললেন সরাসরি

গম্ভীর শনিবার ফ্র্যাঞ্চাইজির রিলিজ করা বিবৃতিতে জানিয়েছেন, "এই সেট আপে আমাকে নতুন সুযোগ দেওয়ার জন্য আরপিএসজি গ্রুপ এবং সঞ্জীব গোয়েঙ্কাকে ধন্যবাদ। এখনও যেকোনও লড়াইয়ে জেতার ইচ্ছে আমার মধ্যে জ্বলজ্বল করে। জয়ীর ঐতিহ্য বজায় রাখা এখনও আমাকে দিনরাত তাড়িয়ে বেড়ায়। আমি স্রেফ ড্রেসিংরুমের যুদ্ধে নামছি না, উত্তরপ্রদেশের স্পিরিট ধরে রাখার দায়িত্ব পালন করব।"

আইপিএলে এবার জোড়া দলের অন্তর্ভুক্তি ঘটেছে। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। অন্যদিকে বিশাল বিড দিয়ে লখনৌ ফ্র্যাঞ্চাইজি কিনেছেন এটিকে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। লখনৌ ফ্র্যাঞ্চাইজির নাম এখনও চূড়ান্ত হয়নি।

শনিবার কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা গম্ভীরকে দলে স্বাগত জানিয়েছেন, "গৌতমের ক্রিকেট কেরিয়ারের রেকর্ড অসাধারণ। ওঁর ক্রিকেটীয় মননকে বরাবর শ্রদ্ধা জানিয়েছি। ওঁর সঙ্গে কাজ করার জন্য আমরা মুখিয়ে।"

৪০ বছরের তারকা ক্রিকেটার জাতীয় দলের হয়ে ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে এবং ৩৭টি টি২০ খেলেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Gautam Gambhir KKR IPL
Advertisment