Advertisment

IPL-এর প্রথম ম্যাচই ব্লকবাস্টার! শেষ বলের থ্রিলারে মুম্বই বধ আরসিবির

শুক্রবারই উদ্বোধন ঘটে গেল ক্রোড়পতি লিগের। চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ম্যাচেই মুখোমুখি হয় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স এবং বিরাটের আরসিবি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুম্বই ইন্ডিয়ন্স: ১৫৯/৯ (২০ ওভার)

Advertisment

আরসিবি: ১৬০/৮ (২০ ওভার)

আইপিএলের প্রথম ম্যাচই ব্লকবাস্টার। খেলার ফয়সালা হল একদম শেষ বলে। জয়ের জন্য মুম্বই আরসিবির কাছে টার্গেট রেখেছিল ১৬০ রান। নির্ধারিত ২০ ওভারের একদম শেষ বলে জয় ছিনিয়ে নেয় কোহলির আরসিবি। হাতে ২ উইকেট নিয়ে।

কোহলিদের জয়ে এদিন বড় ভূমিকা নিয়ে গেলেন তরুণ পেসার হর্ষল প্যাটেল। মুম্বইয়ের মিডল অর্ডারে ভাঙন ধরিয়ে ৫ উইকেট নিয়ে স্কোরবোর্ডে অল্প রানেই আটকে রাখেন গতবারের চ্যাম্পিয়নদের। ব্যাট হাতে হিরোগিরি দেখালেন এবিডি।

আরো পড়ুন: এক চিঠিতেই দুঃশ্চিন্তা দূর করলেন সৌরভ! টি-২০ বিশ্বকাপ নিয়ে বড়সড় ঘোষণা

ভালো শুরু করলেও এদিন আরসিবি মিডল অর্ডারে পরপর উইকেট হারিয়ে কিছুটা বেপথু হয়ে পড়ে। তারপরেই লাল জার্সিকে জয়ের প্রায় সীমানায় পৌঁছে দেন ডিভিলিয়ার্স। শুরুতে বিরাট কোহলি (২৯ বলে ৩৩) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (২৮ বলে ৩৯) ইনিংস থাকলেও, এবিডির ইনিংসটাই ম্যাচের গেমচেঞ্জার হয়ে থাকল। শেষের দিকে বুমরা থেকে বোল্ট-কাউকে রেয়াত করেননি তিনি। শেষ ওভারে যখন তিনি রান আউট হয়ে যান, তখন দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ বলে ৩ রান। হর্ষল প্যাটেল এবং মহম্মদ সিরাজ সেই রান তুলে দেন একদম শেষ বলে। মুম্বইয়ের হয়ে বুমরা নিলেন ২ উইকেট। দক্ষিণ আফ্রিকান ২০ বছরের পেসার মার্কো জানসেনও অভিষেক ম্যাচে জোড়া উইকেট শিকার করলেন।

তার আগে এদিন মুম্বইয়ের ইনিংসকে টানেন ক্রিস লিন (৩৫ বলে ৪৯), সূর্যকুমার যাদব (২৩ বলে ৩১) এবং ঈশান কিষান (১৯ বলে ২৮)। তিন তারকার ব্যাটে ভর করেই মুম্বই স্কোরবোর্ডে নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ১৫৯/৯।

সেই রানই শ্বাসরুদ্ধকর ভাবে চেজ করল আরসিবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB Mumbai Indians IPL
Advertisment