Advertisment

রুতুরাজের সেঞ্চুরিও ম্লান! ধোনিদের ধুয়ে দিলেন দুবে-জয়সওয়ালরা

চেন্নাই আগের ম্যাচেই হায়দরাবাদকে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে। এদিন রাজস্থান রয়্যালস ম্যাচে একাদশে কোনও বদল করেন কিনা ধোনিরা, সেটাই দেখার ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিএসকে: ১৮৯/৪

রাজস্থান রয়্যালস:
১৯০/৩

Advertisment

জোড়া বিধ্বংসী হাফসেঞ্চুরিতে ম্লান রুতুরাজ গায়কোয়াডের দুর্ধর্ষ শতরান। রান বন্যার ম্যাচে সিএসকেকে হারিয়ে চমকে দিল রাজস্থান রয়্যালস। ব্যাটে আগুন ছড়িয়ে হাফসেঞ্চুরি করলেন শিবম দুবে, যশস্বী জয়সওয়াল। চেন্নাইয়ের ১৯০ রানের টার্গেট মাত্র ৩ উইকেট হারিয়ে তুলে দিল রাজস্থান। হাতে ১৫ বল নিয়ে। জয় সাত উইকেটে।

সিএসকের বিশাল রান তাড়া করতে নেমে দুরন্ত রান চেজ করার মঞ্চ তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনার এভিন লুইস এবং যশস্বী জয়সোয়াল। দুজনেই ওপেনিং পার্টনারশিপে ৫ ওভারে ৭৭ তুলে দেন। লুইসকে (১২ বলে ২৭) শার্দূল ঠাকুর ফেরালেও সঞ্জু স্যামসন যোগ দেন রানের পার্টিতে। এরপরে তিনটে ওভার বাউন্ডারি এবং হাফডজন বাউন্ডারিতে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে যান যশস্বী জয়সোয়াল।

আরও পড়ুন: বিশ্বকাপে হার্দিককে বাদ দিয়ে কি কেকেআর তারকা! বড়সড় সমর্থন গাভাসকারেরও

অর্ধশতরান করেই আউট হয়ে যান যশস্বী। এরপরে মাঠে চলে শিবম দুবের তান্ডব। ক্যাপ্টেন স্যামসন ২৪ বলে ২৮ করে আউট হয়ে গেলেও ৪২ বলে ৬৪ হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শিবম। নিজের ইনিংসে শিবম চারটে করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকান। অন্য প্রান্তে গ্লেন ফিলিপস ৮ বলে ১৪ করে অপরাজিত থাকেন।

টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিল রাজস্থান। আর ব্যাট করতে নেমেই রুতুরাজ আমিরশাহি পর্বে প্ৰথম সেঞ্চুরি হাঁকিয়ে যান। ৬০ বলে ১০১ রানে অপরাজিত ইনিংসে তিনিই সিএসকে ব্যাটিংয়ের নায়ক। নিজের বিধ্বংসী ইনিংসে ৯টা বাউন্ডারি, ৫টা ওভার বাউন্ডারিও হাঁকিয়ে যান রুতুরাজ। ব্যাট হাতে সিএসকে ইনিংস গড়ার কাজে অবদান রাখেন ফাফ ডুপ্লেসিস (১৯ বলে ২৫), মঈন আলি (১৭ বলে ২১)। শেষদিকে জাদেজার ব্যাটে ঝড় তুলে ১৫ বলে ৩২ করে দলকে ১৮৯ পর্যন্ত টেনে দেন।

রাজস্থান বোলারদের মধ্যে সবথেকে খরুচে মুস্তাফিজুর রহমান। নিজের ৪ ওভারের কোটায় ৫১ রান খরচ করে বসেন বাংলাদেশি সিমার। সিএসকের তিন উইকেটই নেন রাহুল তেওটিয়া।

রাজস্থান রয়্যালস একাদশ:

এভিন লুইস, যশস্বী জয়শোয়াল, সঞ্জু স্যামসন, শিবম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওটিয়া, আকাশ সিং, মায়াঙ্ক মার্কন্ডে, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান

চেন্নাই সুপার কিংস একাদশ:

রুতুরাজ গায়কোয়াড, ফাফ ডুপ্লেসিস, মঈন আলি, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, শার্দূল ঠাকুর, কেএম আসিফ, জোশ হ্যাজেলউড

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Rajasthan Royals CSK
Advertisment