Advertisment

আইপিএলে এবার কোন দল চ্যাম্পিয়ন, জানিয়ে দিলেন রবি শাস্ত্রী

সরাসরি চ্যাম্পিয়ন দলের নাম পূর্বাভাস না করলেও শাস্ত্রীর বক্তব্য, নতুন কোনো দলই আইপিএলে চ্যাম্পিয়ন হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চলতি আইপিএলের অন্যতম সেরা ম্যাচ উপহার দিয়েছে দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি দ্বৈরথ। শেষ বলের থ্রিলারে পন্থের দিল্লিকে হারিয়ে জয়লাভ করে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই ম্যাচ দেখেই শিহরিত জাতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেডস্যার সেই ম্যাচের পরেই জানিয়ে দিলেন আইপিএল চ্যাম্পিয়ন কারা হতে পারে।

Advertisment

সরাসরি চ্যাম্পিয়ন দলের নাম পূর্বাভাস না করলেও শাস্ত্রীর বক্তব্য, নতুন কোনো দলই আইপিএলে চ্যাম্পিয়ন হবে। আর মুম্বই ইন্ডিয়ান্সের আধিপত্য ভাঙতে শাস্ত্রীর বাজি দিল্লি ক্যাপিটালস অথবা আরসিবি। যে দুই দল কোনওবার চ্যাম্পিয়ন না হলেও এবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার।

আরো পড়ুন: স্টেইনের চোখে জল আনলেন কেকেআরের তরুণ তুর্কি! আপ্লুত হয়ে স্বীকার প্রোটিয়াজ তারকার

মঙ্গলবার রাতেই শাস্ত্রীর ইঙ্গিতপূর্ণ টুইট, "গতরাতে ব্রিলিয়ান্ট খেলা দেখলাম। আইপিএল ২০২১-এর নতুন চ্যাম্পিয়নের বীজ বোনা হয়ে গেল।"

দুর্ধর্ষ এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে এবি ডিভিলিয়ার্সের দুরন্ত ব্যাটে (৪২ বলে ৭৫) ভর করে আরসিবি ২০ ওভারে চ্যালেঞ্জিং ১৭১/৫ তোলে। জবাবে ব্যাট করতে নেমে শিমরণ হেটমায়ার এবং ঋষভ পন্থের হাফসেঞ্চুরিতে দারুণভাবে টার্গেট চেজ করে দিল্লি। শেষওভারে জয়ের জন্য দিল্লির দরকার ছিল ১৪ রান। অবিশ্বাস্য ব্যাটিংয়ে পন্থ (৪৮ বলে ৫৮) এবং হেটমায়ার (২৫ বলে ৫৩) কার্যত জয় ছিনিয়ে নিয়েছিল। তবে শেষ ওভারে সিরাজ দুরন্ত বোলিং করে যান। মাত্র ১ রানের ব্যবধানে জয় লাভ করে আরসিবি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB IPL Ravi Shastri Delhi Capitals
Advertisment