ফাইনালে ওঠার লড়াইয়ে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ তাঁর সবথেকে ভরসার পাত্রের হাতে শেষ ওভারে বল তুলে দিয়েছিলেন। ৭ রান ডিফেন্ড করার জন্য। বুধবার রবিচন্দ্রন অশ্বিন অবশ্য ক্যাপ্টেনের ভরসার পুরোপুরি মর্যাদা দিতে পারলেন না।
ম্যাচের শেষ ওভারে অশ্বিন যখন বল করতে এলেন তখন ক্রিজে সাকিব আল হাসান এবং রাহুল ত্রিপাঠি। শুভমান গিল এবং ভেঙ্কটেশ আইয়ারের দুরন্ত ওপেনিং পার্টনারশিপের পরেও ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াল দিল্লির হঠাৎ নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসায়।
আরও পড়ুন: KKR-এর দুর্বলতা ফাঁস সকলের সামনে! এই ভুলেই ফাইনালে হাতছাড়া হতে পারে ট্রফি
শেষ তিন ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার ছিল ১১ রান। এমন অবস্থায় বোধহয় কিছুটা আত্মতুষ্টির শিকার হয়ে থাকতে পারে নাইট শিবির। তবে শেষের দিকে কেকেআরের ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে রান যোগ করতে ব্যাপক সমস্যায় পড়ছিলেন। যা শেষ পর্যন্ত গড়ায় শেষ ওভারে।
রাহুল ত্রিপাঠিকে অশ্বিন ওভারের প্ৰথম বল করেন। মিড উইকেট বাউন্ডারির দিকে বল ঠেলে সিঙ্গল নেন ত্রিপাঠি। শেষ পাঁচ বলে সমীকরণ দাঁড়ায় ৬ রানের। দ্বিতীয় বলে সাকিব স্লগ সুইপ করতে গিয়ে অশ্বিনের বাড়তি পেসে ঠকে গিয়ে লেগ বিফোর হয়ে যান। লেংথ এবং গতির হেরফের ঘটিয়ে অশ্বিন বিভ্রান্ত করে যান বাংলাদেশি অলরাউন্ডারকে। একদম সোজা বলে কার্যত শট হাঁকানোর কোনও জায়গায় দেননি অশ্বিন। সাকিব শর্ট ফাইন লেগের ফিল্ডারের কাছ দিকে বল প্লেস করতে চেয়েছিলেন। তবে শেষমেশ এলবিডব্লিউ হয়ে যান।
সাকিবের প্রস্থানের পরে নামেন সুনীল নারিন। আগের ম্যাচে ব্যাটে-বলে কামাল করার পরে সকলের নজর ছিল নারিন ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন কিনা। এসেই নারিন ফুল লেংথের বল লং অফ দিয়ে সোজা হাঁকান। তবে বাউন্ডারি লাইন পেরোনোর আগেই নারিন ধরা পড়ে যান অক্ষর প্যাটেলের হাতে।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারতীয় শিবিরে চরম দুঃসংবাদ! খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন KKR সুপারস্টার
হঠাৎ করেই কেকেআরের ছিটকে যাওয়ার উপক্রম তৈরি হয়। শেষ দুই বলে কেকেআরের তখনও প্রয়োজন ৬ রান। কেকেআরের পক্ষে আশার আলো ছিলেন একজনই- রাহুল ত্রিপাঠি। সেই সময় ত্রিপাঠি স্ট্রাইকিং এন্ডে যান।
আর পঞ্চম বলেই ত্রিপাঠি নিজের জাত চিনিয়ে যান। অশ্বিন হাফ ট্র্যাকার রেখেছিলেন অফস্ট্যাম্পের বাইরে। সেই বলেই লং অফ দিয়ে সজোরে ছক্কা হাঁকিয়ে নাটকীয় জয় এনে দেন রাহুল ত্রিপাঠি। উচ্ছ্বাসে তখন ভেসে যায় কেকেআরের ডাগ আউট। তিন উইকেটে রোমাঞ্চকর থ্রিলার জয়ের পরে আবার খেতাব জয়ের যুদ্ধে কেকেআরের মুখোমুখি সিএসকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন