কেকেআরের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর আইপিএলের দ্বিতীয় পর্বের অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। তবে সেই ম্যাচেই নতুন অবতারে দেখা যাবে আরসিবি। চিরপরিচিত লাল জার্সি নয়, বরং নীল জার্সিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলিদের।
Advertisment
মে মাসে আরসিবি ঘোষণা করে দিয়েছিল করোনা যুদ্ধে সামনের সারির যোদ্ধা যেমন চিকিৎসক কর্মী, নার্সদের সম্মান জানাতে নীল জার্সি পরবে তাঁরা। নিজেদের বিবৃতিতে আরসিবি জানায়, "আরসিবি কেকেআরের বিরুদ্ধে ২০ তারিখে নীল জার্সি পরবে। যে রংয়ের সঙ্গে সাদৃশ্য রয়েছে ফ্রন্টলাইন ওয়ার্কারদের পিপিই কিটের সঙ্গে। করোনার লড়াইয়ে ওঁরা যেভাবে সামিল হয়েছে, তাকে সম্মান জানাতেই এই পদক্ষেপ।" তবে সেই আবহেই আচমকা আইপিএল স্থগিত হয়ে গিয়েছিল। দিল্লি এবং আহমেদাবাদে জৈব বলয় সংক্রমিত হয়ে পড়ায়।
তার কিছুদিন পরেই বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, দেশের বাইরে আমিরশাহিতে আইপিএল অনুষ্ঠিত হবে। এমনিতে প্রত্যেক বছর পরিবেশ বাঁচানোর শপথ হিসাবে আরসিবি সবুজ জার্সিতে 'গো গ্রিন' স্লোগান তুলে দু-এক ম্যাচে খেলতে নামে। তবে এবার ব্যতিক্রমী পরিস্থিতিতে অন্য ভাবনা। নীল জার্সিতে স্বাস্থ্যকর্মীদের প্রতি বার্তা লেখা থাকবে।
কয়েকদিন আগেই ম্যাঞ্চেস্টার থেকে আরসিবি আলাদা চার্টার্ড ফ্লাইটে উড়িয়ে এনেছে মহম্মদ সিরাজ, বিরাট কোহলিকে। চলতি মাসের শুরুতেই এবি ডিভিলিয়ার্স এবং গ্লেন ম্যাক্সওয়েল আরসিবি ক্যাম্পে হাজির হয়ে গিয়েছিলেন। আমিরশাহিতে কয়েকজন ক্রিকেটার নিয়েই অনুশীলন শুরু করে দিয়েছেন সদ্য নিযুক্ত হওয়া কোচ মাইক হেসন।
দ্বিতীয় পর্বে আরসিবির লক্ষ্য টানা দুই মরশুম প্লে অফ নিশ্চিত করা। ৭ ম্যাচে ৫ জয় সমেত আরসিবি এখন লিগ তালিকায় তৃতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে সিএসকের সঙ্গে যুগ্মভাবে রয়েছেন কোহলিরা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি ক্যাপিটালস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন