Advertisment

এখন কেন নেতৃত্ব ছাড়ার বার্তা! বিরাট ঘোষণার পরেই কোহলিকে চড়া আক্রমণ গম্ভীরের

কোহলির আরসিবি নেতৃত্ব ছাড়ার সময় নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন গৌতম গম্ভীর। সরাসরি বললেন টুর্নামেন্টের পরেই এমন ঘোষণা করতে পারত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইপিএলে প্রথম ম্যাচ চলাকালীন আরসিবি আচমকা জানিয়ে দিয়েছে চলতি টুর্নামেন্টের শেষেই বিরাট নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন। তবে হঠাৎ এমন ঘোষণায় বেশ অবাক গম্ভীর। সরাসরি এমন ঘোষণার টাইমিং নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, দ্বিতীয় পর্বের প্ৰথম ম্যাচে খেলতে নামার আগে এমন ঘোষণা আরসিবিকে আনসেটল করে দিতে পারে। দলের ওপর অতিরিক্ত চাপও পড়তে পারে।

Advertisment

রবিবার কোহলি জানিয়ে দিয়েছেন, বাকি আইপিএলের পরে আরসিবি ক্যাপ্টেনশিপ থেকে সরে দাঁড়াবেন। আগামী বছরেই মেগা নিলাম। তার দিকে নজর রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইপিএলে শেষদিন পর্যন্ত আরসিবিতেই খেলবেন তিনি, সেই বিষয়ও নিশ্চিত করেছেন তারকা।

আরও পড়ুন: আইপিএলে নেতৃত্ব ‘হারালেন’ কোহলি, বড় ঘোষণায় বোমা ফাটাল আরসিবি

এর আগে গত সপ্তাহে বৃহস্পতিবার বড়সড় ঘোষণায় কোহলি জানিয়ে দিয়েছিলেন, টি২০ বিশ্বকাপের পরে জাতীয় টি২০ দলের নেতৃত্ব ছাড়বেন তিনি।

তবে কোহলির রবিবারের সিদ্ধান্তের সমালোচনা করে গম্ভীর সম্প্রচারকারী স্টার স্পোর্টসে বলে দিয়েছেন, "এমন ঘোষণার টাইমিং অবাক করার মত। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের আগেই এমন ঘোষণা। যদি নেতৃত্ব ছাড়তেই হয়, তাহলে টুর্নামেন্টের শেষেও ছাড়তে পারত। কারণ এমন ঘোষণায় দল আনসেটল তো বটেই আবেগী হয়ে পড়তে পারে। এতে ক্রিকেটারদের ওপরেও অহেতুক চাপ পড়বে। আরসিবি এখন যে পজিশনে রয়েছে, তাতে এমন বিষয় মোটেই কাম্য নয়।"

আরও পড়ুন: কোহলির দুর্ব্যবহারে শাহের কাছে সোজা নালিশ সিনিয়র তারকার! ফাঁস বিস্ফোরক ঘটনা

সেই সঙ্গে গম্ভীর আরও বলেছেন, "আরসিবি এই মুহূর্তে ভাল পজিশনে রয়েছে। কেন অনর্থক অতিরিক্ত চাপ নিয়ে আসা দলের ওপর! হয়ত এমন ঘোষণায় প্লেয়ারদের আরও ভাল খেলার জন্য চাপ দেওয়া হল। তবে কোনও ব্যক্তির জন্য নয়, ক্রিকেটারদের ভাল পারফর্ম করা উচিত সমগ্র ফ্র্যাঞ্চাইজির জন্য। যদি কোহলিকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা করতেই হত, সেটা টুর্নামেন্টের পরেই করতে পারত।"

৭ ম্যাচে আরসিবি ৫ জয় নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সোমবার আবু ধাবিতে বিরাট বাহিনী মুখোমুখি আরসিবির। দ্বিতীয় পর্বে গোটা কয়েক ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলতে পারবে আরসিবি।

আরও পড়ুন: ওয়ানডের নেতৃত্বও হারাবেন কোহলি! বোর্ড কর্তার বিস্ফোরক বয়ানে যুক্তি সৌরভ-শাহের বার্তা

কোহলির ঘোষণার টাইমিংয়ের সমালোচনা করলেও আইপিএলের অন্যতম সফল নেতা গম্ভীর জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কারণেই আরসিবি নেতৃত্ব ছাড়ছেন কোহলি। গম্ভীর বলেছেন, "নেতৃত্ব ছাড়া এবং অবসর গ্রহণ- এমন সিদ্ধান্ত সবসময়েই ব্যক্তিগত হয়। এমন ঘটনার জন্য কাউকে চাপ দেওয়া উচিত নয়। যিনি সিদ্ধান্ত নিচ্ছেন, তাঁর অনুভবের ওপরেই এমন সিদ্ধান্ত নিতে হয়। কোহলি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তবে এটা আবেগী মুহূর্ত হতে চলেছে। এমন সিদ্ধান্ত মোটেই সহজ নয়। আবেগে না ভেসে ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের এতদিন যেভাবে খেলছিল, সেভাবেই খেলে যাওয়া উচিত।"

আরও পড়ুন: রোহিতকে সরাতে বলেন কোহলি! কুৎসিত আবদারে ক্ষিপ্ত বোর্ডও, প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

২০১৩-য় ড্যানিয়েল ভেট্টোরির কাছ থেকে আরসিবির নেতৃত্বের দায়িত্ব নেন কোহলি। তবে একবারও দলকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে পারেননি। কোহলির অধীনে আরসিবির সেরা পারফরম্যান্স ২০১৬-য় ফাইনালে ওঠা। তারপরে টানা তিনটে সংস্করণে আরসিবি প্লে অফে উঠতে ব্যর্থ হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

RCB Virat Kohli Gautam Gambhir Royal Challengers Bangalore IPL
Advertisment