Advertisment

অধিনায়ক হয়েও সতীর্থকে স্লেজিং! দিল্লি ক্যাপিটালস অনুশীলনে বেপরোয়া কীর্তি পন্থের, রইল ভিডিও

পন্থের ওপরেই এবার ভরসা দিল্লি ক্যাপিটালসের। ব্যাটসম্যান হিসাবে যেমন টানতে হবে তেমন দলের অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব সামলাতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তিনি ক্যাপ্টেন। পরিচয় বদলে গিয়েছে অনেকটাই। তা সত্ত্বেও পুরোনো অভ্যেস পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেননি। ঋষভ পন্থ এবার দিল্লি ক্যাপিটালসের অনুশীলন পর্বেই বিদেশি সতীর্থকে স্লেজিং কর বসলেন। যা নিয়ে রীতিমত আলোচনা শুরু হয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে।

Advertisment

আইপিএলে এবার পন্থ আন্তর্জাতিক ক্রিকেটের ফর্ম ধরে রাখতে চাইছেন। গত মরশুমে আইপিএলে সেভাবে নজর কাড়তে না পারলেও অজি সফর থেকে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে। শ্রেয়স আইয়ারের ছিটকে যাওয়ার পর তিনিই আপাতত দিল্লি দলকে নেতৃত্ব দেবেন।

আরো পড়ুন: দিল্লির নেতৃত্বে বঞ্চিত! পন্থের ক্যাপ্টেন হওয়া নিয়ে এবার মুখ খুললেন স্মিথ

নিজের ব্যাট হাতে অপ্রতিরোধ্য ফর্মের পাশাপাশি ঋষভ পন্থ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সিরিজে বারেবারেই আলোচনায় উঠে এসেছেন উইকেটের পিছন থেকে মজার কথাবার্তা বলে। নিজের দলের বোলারদের চিয়ার করা হোক বা প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের স্লেজিং- পন্থের 'সংলাপ' ক্রিকেট মহলে বেশ জনপ্রিয়।

যাইহোক, দিল্লি দলের প্রস্তুতিতেই তিনি এবার স্লেজ করলেন তাঁরই সতীর্থ স্যাম বিলিংসকে। ইংল্যান্ডের তারকা কিছুদিন আগেই জাতীয় দলের জার্সিতে পন্থের বিরুদ্ধে খেলেছেন। তবে সতীর্থ হয়েও রক্ষা নেই তাঁর! ক্যাপ্টেন পন্থের বিদ্রূপবাণের লক্ষ্যবস্তু হলেন তিনি।

স্যাম বিলিংস যখন নেটে ব্যাটিং করছিলেন তখন পন্থ উইকেটের পিছন থেকে বলতে থাকেন, "বন্ধু, তোমাকে ভারতে স্বাগত।" আবার আউট হয়ে যেতেই ইংরেজ ব্যাটসম্যানকে পন্থ বলে দেন, "কেউ একজন ব্যাটই করতে পারছে না।"

পন্থের ওপরেই এবার ভরসা দিল্লি ক্যাপিটালসের। দলের অধিনায়ক হিসেবে যেমন বাড়তি দায়িত্ব সামলাতে হবে। তেমনই ডিআরএস, বোলিং পরিবর্তন সহ একাধিক সঠিক সিদ্ধান্ত নিতে হবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে। বাঁ হাতি তারকা উইকেটকিপার ব্যাটসম্যান গতবার সেভাবে ফর্মে ছিলেন না। ১৩ ম্যাচে ১১৩.৯৫ স্ট্রাইক রেটে করেন মাত্র ৩৪৩ রান। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই আইপিএলে নেতৃত্বে অভিষেক ঘটবে ঋষভ পন্থের। প্রতিপক্ষ ধোনির সিএসকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rishabh Pant Delhi Capitals
Advertisment