নিজের ব্যাট হাতে অপ্রতিরোধ্য ফর্মের পাশাপাশি ঋষভ পন্থ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সিরিজে বারেবারেই আলোচনায় উঠে এসেছেন উইকেটের পিছন থেকে মজার কথাবার্তা বলে। নিজের দলের বোলারদের চিয়ার করা হোক বা প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের স্লেজিং- পন্থের 'সংলাপ' ক্রিকেট মহলে বেশ জনপ্রিয়।
যাইহোক, দিল্লি দলের প্রস্তুতিতেই তিনি এবার স্লেজ করলেন তাঁরই সতীর্থ স্যাম বিলিংসকে। ইংল্যান্ডের তারকা কিছুদিন আগেই জাতীয় দলের জার্সিতে পন্থের বিরুদ্ধে খেলেছেন। তবে সতীর্থ হয়েও রক্ষা নেই তাঁর! ক্যাপ্টেন পন্থের বিদ্রূপবাণের লক্ষ্যবস্তু হলেন তিনি।
স্যাম বিলিংস যখন নেটে ব্যাটিং করছিলেন তখন পন্থ উইকেটের পিছন থেকে বলতে থাকেন, "বন্ধু, তোমাকে ভারতে স্বাগত।" আবার আউট হয়ে যেতেই ইংরেজ ব্যাটসম্যানকে পন্থ বলে দেন, "কেউ একজন ব্যাটই করতে পারছে না।"
পন্থের ওপরেই এবার ভরসা দিল্লি ক্যাপিটালসের। দলের অধিনায়ক হিসেবে যেমন বাড়তি দায়িত্ব সামলাতে হবে। তেমনই ডিআরএস, বোলিং পরিবর্তন সহ একাধিক সঠিক সিদ্ধান্ত নিতে হবে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে। বাঁ হাতি তারকা উইকেটকিপার ব্যাটসম্যান গতবার সেভাবে ফর্মে ছিলেন না। ১৩ ম্যাচে ১১৩.৯৫ স্ট্রাইক রেটে করেন মাত্র ৩৪৩ রান। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই আইপিএলে নেতৃত্বে অভিষেক ঘটবে ঋষভ পন্থের। প্রতিপক্ষ ধোনির সিএসকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন