Advertisment

দিল্লির কাছে হারের পরেই দুঃসংবাদ রোহিতের! ১২ লক্ষ টাকা জরিমানা হিটম্যানের

স্লো ওভার রেটের জন্য এবার জরিমানার কবলে পড়লেন রোহিত শর্মা। প্রথমবার অপরাধ করায় ১২ লক্ষ টাকা জরিমানা হচ্ছে তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দিল্লির কাছে হারের পরেই দুঃসংবাদ পেলেন রোহিত শর্মা। স্লো ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাঁকে। চিপকে মঙ্গলবারেই গতবারের চ্যাম্পিয়নদের ৬ উইকেটে পরাজিত করে দিল্লি ক্যাপিটালস। তারপরেই নতুন ধাক্কা রোহিত শর্মার।

Advertisment

ম্যাচের পরেই সরকারিভাবে আইপিএলের তরফে জানিয়ে দেওয়া হয়, মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে রোহিতকে। যেহেতু চলতি মরশুমে এটাই মুম্বইয়ের প্রথম স্লো ওভার রেটের নজির, সেই কারণে মাত্র ১২ লক্ষ টাকা জরিমানা করেই ছাড় দেওয়া হল।

আরো পড়ুন: ফের ধাক্কা রয়্যালসে! আইপিএল থেকে নাম তুলে দেশে ফিরলেন রাজস্থান সুপারস্টার

নিয়ম অনুযায়ী, দ্বিতীয়বার এই ভুল হলে ক্যাপ্টেনকে ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি দলের প্রত্যেকের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হবে। তৃতীয়বারের ভুল আরো সমস্যার। ক্যাপ্টেনের সেক্ষেত্রে ৩০ লাখ টাকা ফাইন এবং ১ ম্যাচের নির্বাসন জুটবে। দলের প্রত্যেক সদস্যের ১২ লক্ষ টাকা জরিমানা অথবা ম্যাচ ফি-র ৫০ শতাংশ দিতে হবে।

যাইহোক, চলতি টুর্নামেন্টে মঙ্গলবারই মুম্বই ইন্ডিয়ান্স দ্বিতীয় হার হজম করল। প্রথমে ব্যাটিং করে ফের একবার সমস্যায় পরে মুম্বই। মাত্র ১৩৮ রানে আটকে গিয়েছিল মুম্বই। অমিত মিশ্র-র দুরন্ত স্পেলের সামনে রোহিত শর্মারা বিশেষ সুবিধা করতে পারেননি। ৪ ওভারে মাত্র ২৪ রান খরচ করে অমিত মিশ্র ৪ উইকেট তুলে নেন। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান দলকে ভালো শুরু উপহার দিলেও, মাঝে দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচে ফিরে এসেছিল মুম্বই। ট্রেন্ট বোল্ট-বুমরারা চেপে ধরেছিল দিল্লিকে। তবে শিমরণ হেটমায়ার এবং ললিত যাদব ঠান্ডা মাথায় দলকে ফিনিশিং লাইন পার করিয়ে দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Mumbai Indians Rohit Sharma
Advertisment