আগামী আইপিএলে দুটো নতুন ফ্র্যাঞ্চাইজির সংযোজন ঘটতে চলেছে। বোর্ড ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। সূত্রের খবর, টেন্ডারের জন্য দরপত্র আহ্বান করা হবে সেপ্টেম্বরের ২১ থেকে অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত। টি২০ ওয়ার্ল্ড কাপের পরেই জানা যাবে নতুন কোন দুই দল আইপিএলে সংযুক্ত হচ্ছে। বিশ্বকাপের ঠিক পরেই দুবাইয়ে আইপিএলের নতুন দুই দল অন্তর্ভুক্ত করার নিলাম প্রক্রিয়া করা হতে পারে।
দুই নতুন দলের নাম ঘোষণার পরে মেগা নিলাম সংঘটিত হবে। যাতে সমস্ত ক্রিকেটারদের বাছাই করার সুযোগ থাকে সমস্ত দলের কাছে। জানা যাচ্ছে, পুরোনো আট দলের কাছে তিনজনকে ধরে রাখার অপশনও দেওয়া হবে। দুজন দেশি এবং একজন বিদেশিকে ধরে রাখতে পারবে আট ফ্র্যাঞ্চাইজি। রাইট টু ম্যাচ (আরটিএম) নিয়ম বাতিল করা হবে আসন্ন মেগা নিলামে।
আরও পড়ুন: সম্মান নেই কেকেআরে! আইপিএল শুরুর আগেই মর্গ্যানকে তুলোধোনা কুলদীপের, দেখুন ভিডিও
ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ১৭ তারিখে বিসিসিআই নতুন দুই ফ্র্যাঞ্চাইজির নিলাম সম্পন্ন করতে পারে। ২০২২ থেকে আইপিএল হবে ১০ দলের টুর্নামেন্ট। ক্রোড়পতি লিগের অংশ হতে আহমেদাবাদ, রাঁচি, লখনউ এই চার শহরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই প্রতিবেদনেই বলা হচ্ছে, আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী। গোয়েঙ্কা ইতিমধ্যেই লখনউ ফ্র্যাঞ্চাইজির আইআইটি নথি কিনেছেন। এর আগেও অবশ্য আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে আরপিএসজি গ্রুপের। ২০১৬, ২০১৭-য় পুণে সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা।
আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে প্রথম ম্যাচেই নয়া অবতারে RCB! দুরন্ত ঘোষণায় কুর্নিশ আদায় কোহলিদের
সঞ্জীব গোয়েঙ্কা ছাড়াও একাধিক শিল্পপতি আইপিএলে দল কিনতে আগ্রহী। সূত্রের খবর, সঞ্জীব গোয়েঙ্কা ছাড়াও আদানি গ্রুপ আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনতে পারেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন