বলিউডের বাদশা তিনি। টিনসেল টাউনের সুপারস্টার। রুপোলি পর্দার হিরো শাহরুখ খান কেকেআর দলের মালিকও বটে। মাঝেমাঝেই কিং খানকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে কথোপকথন চালাতে।
এবার আইপিএল শুরুর ঠিক আগেই শাহরুখের সঙ্গে ফ্যানেদের সেই ইন্টারাকশন সুপারহিট। বুধবারই মেগাস্টার টুইটারে প্রশ্নোত্তর পর্বে হাজির থাকলেন। সমর্থকদের বেশ কিছু জিজ্ঞাসার উত্তর যেমন দিলেন তেমনই নেট দুনিয়ায় বেশ কিছু ট্রেন্ডিং বিষয়ের ওপরেও নিজের হিউমারের ছাপ রাখলেন।
আরো পড়ুন: IPL-এর আয়োজনেই গলদ, হোটেলে বসে গুরুতর অভিযোগ দিল্লির ইংরেজ তারকার
এর মধ্যেই এক এসআরকে ফ্যান জিজ্ঞাসা করে বসলেন, কেকেআরের আইপিএল খেতাব নাকি তাঁর সিনেমার বক্স অফিসে ৬০০ কোটির ব্যবসা- কোনটা তিনি চান? এসআরকের সরাসরি বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তর, "মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে কোনোদিন ভালো ছিলাম না। কারণ আমি চাই প্রতিটা জবাবই যেন ঠিক হয়।"
দ্বিতীয় এক সমর্থক শাহরুখকে জিজ্ঞাসা করলেন, কেকেআর এবার কাপ আনবে তো! কিং খানের সরস জবাব, "আশা করছি সেটাই। তাহলেই আবার কফি পান করা শুরু করব।"
২০১৮ সালে শেষবার রুপোলি পর্দায় দেখা গিয়েছিল জিরো সিনেমায়। তারপর কিং খান পর্দায় এখনো প্রত্যাবর্তন করেননি। আনন্দ রাই আনন্দের জিরো সিনেমায় সহ অভিনেতা হিসেবে রয়েছেন ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা। এদিকে শাহরুখের কেকেআরও টুর্নামেন্টে নিজেদের চতুর্থ খেতাবের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে চতুর্দশ সংস্করণে।
শাহরুখ এবং জুহি চাওলার কেকেআর ফ্র্যাঞ্চাইজি গত বছর প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছিল। ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন কেকেআর নিলামে হরভজন সিং, সাকিব আল হাসানকে নিলামে সই করিয়েছে। এপ্রিলের ১১ তারিখ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কেকেআর টুর্নামেন্টে অভিযান শুরু করছে সানরাইজার্স হায়দারবাদের বিপক্ষে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন