আইপিএলে ফের একবার কাশ্মীরি ক্রিকেটার। টি নটরাজনের বদলে কোভিড-১৯ পরিবর্ত হিসাবে সানরাইজার্স হায়দরাবাদ স্বল্পমেয়াদি ভিত্তিতে সই করালো মিডিয়াম পেসার উমরান মালিককে। কয়েকদিন আগেই সানরাইজার্স তারকা নটরাজন করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর সঙ্গেই হায়দরাবাদের স্কোয়াডের ছয়জনকে নিভৃতাবাসে পাঠানো হয়েছে। মঙ্গলবার আরটিপিসিআর টেস্টে ধরা পড়েছিলেন তারকা পেসার। যদিও তিনি উপসর্গহীন। স্কোয়াডের বাকিরা টেস্টে নেগেটিভ।
নটরাজনের ক্লোজ কন্ট্যাক্ট হিসাবে সানরাইজার্স স্কোয়াডের ছয়জনকে আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁরা হলেন বিজয় শঙ্কর, দলের ম্যানেজার বিজয় কুমার, ফিজিওথেরাপিস্ট শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা ভান্নন, লজিস্টিক ম্যানেজার তুষার খেদকর এবং নেট বোলার পেরিয়াস্বামী গণেশন।
আরও পড়ুন: সৌরভের জন্যই ডানহাতি থেকে বাঁ হাতি! মহারাজের জন্য বাঁধনছাড়া আবেগ নতুন নাইটের
নটরাজনের বদলি উমরান মালিকের জম্মু কাশ্মীরের হয়ে একটা টি২০ এবং লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সংগ্রহে রয়েছে ৪ উইকেট। নেট বোলার হিসাবে সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডের সঙ্গেই রয়েছেন উমরান।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার বায়ো বাবলের বাইরে চলে গেলে তাঁর পরিবর্ত হিসাবে নতুন কাউকে স্বল্পমেয়াদি স্তরে সই করাতে পারে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। সেই নিয়মেই নটরাজন সানরাইজার্স স্কোয়াডে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত মূল দলের অংশ হবেন উমরান। নটরাজন ফিরলেই বাইরে বসতে হবে কাশ্মীরি স্পিডস্টারকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন