Advertisment

সঞ্জু ক্যাপ্টেন হওয়ায় প্রবল অখুশি রয়্যালস ক্রিকেটাররা! বিস্ফোরক দাবি দুই তারকার

ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে কেকেআর। রাজস্থান পেসাররা নিয়ন্ত্রিত বোলিং করে কেকেআরকে মাত্র ১৩৩ রানে আটকে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চলতি মরশুমের শুরুটা ভালো মন্দ মিশিয়ে শুরু করেছে রাজস্থান রয়্যালস। প্ৰথম ম্যাচেই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ রানে হেরে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিল। তারপর দিল্লির কাছে জিতলেও পরের দুটো ম্যাচে হার হজম করে। কেকেআরের বিপক্ষে শনিবার জয়ে ফেরে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল। প্লে অফে ওঠার আশা জাগিয়ে রেখেছে রয়্যালসরা।

Advertisment

কেকেআরের বিপক্ষে ম্যাচ চলার সময়েই ক্রিকেট বিশেষজ্ঞ হিসাবে প্রজ্ঞান ওঝা বলে দেন, রাজস্থান এখনো টিম হিসাবে খেলতে পারছে না। মনে হচ্ছে, আলাদা আলাদা ১১ জন মাঠে নেমেছেন। ওঝার এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেই বিস্ফোরণ ঘটান বীরেন্দ্র শেওয়াগ। সরাসরি বলে দেন, হয়ত, রাজস্থানের ক্রিকেটাররা সঞ্জু স্যামসনের নেতৃত্ব প্রাপ্তিতে খুশি নন।

আরো পড়ুন: গিল-রানাদের নাকি ইচ্ছাই ছিল না! টানা চার হারের পর সতীর্থদের তোপ মর্গ্যানের

"হয়ত সঞ্জুর নেতা হওয়াতে বাকিরা সেভাবে খুশি নয়। একজন যদি সেভাবে মিশুকে না হয়, তাঁকে হঠাৎ ক্যাপ্টেন বানিয়ে দিলে, তাঁর পক্ষেও বাকিদের সঙ্গে মেলামেশা করতে সময় লাগবে। একজন বোলার যখন প্রতিপক্ষের ব্যাটসম্যানের কাছে তুমুল মার খান, তখন ক্যাপ্টেনের চুপ থাকা শ্রেয়। শুধু সেই বোলারের ওপর ভরসার হাত রাখতে হয়। এভাবেই দলের আস্থা অর্জন করতে হয়। রাজস্থান রয়্যালসের বিদেশি ক্রিকেটারদের দেখেও মনে হয়না, নিজেদের মধ্যে খুব বেশি কথাবার্তা চালায়।"

প্রজ্ঞান ওঝা এবং বীরেন্দ্র শেওয়াগের মত খন্ডন করার জন্য রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি কিছু প্রতিক্রিয়া দেয় কিনা, সেটাই আপাতত দেখার। তবে ঘটনা যাই হোক, কেকেআরকে ৬ উইকেটে হারানোর পর রাজস্থান সংসারে খুশির ছোঁয়া।

প্রথমে বল করে রাজস্থান কেকেআরকে ১৩৩ রানে আটকে রেখেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতে হাতে ৬ উইকেট নিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। ক্রিস মরিস একাই ৪ উইকেট নেন। ব্যাট হাতে সঞ্জু স্যামসনকে (৪২) যোগ্য সহায়তা করেন যশস্বী জয়সোয়াল (২২), শিবম দুবে (২২) এবং ডেভিড মিলাররা (২৪)। পাঁচ ম্যাচে দু-জয় সমেত রাজস্থান রয়্যালস আপাতত লিগ তালিকার ষষ্ঠ স্থানে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Rajasthan Royals
Advertisment