/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/imgonline-com-ua-twotoone-Ko8DaVl6scRhnOHg_copy_1200x676.jpg)
দিল্লির কাছে শোচনীয় হার। তারপরেই কেন উইলিয়ামসনের দলকে কাঠগড়ায় তুললেন বীরেন্দ্র শেওয়াগ। আইপিএলের ৩৩তম ম্যাচে দিল্লির বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সানরাইজার্স। ৮ উইকেটে একপেশে ম্যাচে হার হজম করেছেন উইলিয়ামসন-ওয়ার্নাররা। ফের একবার শীর্ষস্থানের দখল নিয়েছেন ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।
সানরাইজার্সের প্রথম একাদশে ওয়ার্নারের প্রত্যাবর্তন ঘটলেও তা কাজে আসেনি। দুবাইয়ের স্টেডিয়ামে আনরিখ নর্জে এবং কাগিসো রাবাদার সামনে ফনা মেলতেই পারেনি হায়দরাবাদ ব্যাটিং। ওয়ার্নার ২০১৬-র পর আইপিএলে প্ৰথম শূন্য করলেন। অন্যদিকে, অধিনায়ক কেন উইলিয়ামসন আবার ২৬ বলে মন্থর ১৮ রানের ইনিংস খেললেন।
আরও পড়ুন: জেমিসনের সঙ্গে ফ্লার্ট করা নবনীতা ভারতীয়-ই নন! জানুন ম্যাসাজ-সুন্দরীর পরিচয়
ব্যাটিংয়ে চূড়ান্ত ফ্লপ শো-য়ের পরেই শেওয়াগ একহাত নিলেন হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজিকও। বীরুগিরি.কম-এ সাফ বলে দিলেন, "হর্ষদ মেহতা যেমন বলেছেন ক্রিকেট হোক বা মার্কেটিং সবথেকে বড় ঝুঁকির কাজ হল ঝুঁকি না নেওয়া। হায়দরাবাদ এতটাই স্লো খেলেছিল যে বলটাও হয়ত রাগের মাথায় বলছিল- মারো মুঝে মারো! টি২০-তে বল খাওয়াটা কি কোনও কাজের বিষয়? বল খেও না। খিদে পেলে বরং খাবার খাও!"
আরও পড়ুন: কেকেআরের কাছে লজ্জার হারের জের! ‘মাঝপথেই ছাঁটা হতে পারে’ ক্যাপ্টেন কোহলিকে
টপ অর্ডার ফ্লপ করার পরে হায়দরাবাদের মান রাখেন আব্দুল সামাদ (২৮) এবং রশিদ খান (২২)। প্রথমে ব্যাট করে দিল্লির বিপক্ষে ১৩৪/৯-এর বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি সানরাইজার্স। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস তারকা শিখর ধাওয়ান (৪২) এবং শ্রেয়স আইয়ার (৪৭) দারুণ ইনিংস খেলে ম্যাচ বের করেন সহজে। আট উইকেটে সহজ জয়ে দিল্লি সিএসকেকে সরিয়ে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us