আইপিএল শুরুর বাকি মাত্র ৭ দিন। এমন সময়েই বড়সড় ধাক্কা। ওয়াংখেড়েতে প্ৰথম ম্যাচেই মুখোমুখি সিএসকে এবং দিল্লি ক্যাপিটালস। স্টেডিয়ামের মাঠকর্মী এবার কোভিড পজিটিভ ধরা পড়লেন।
মহারাষ্ট্রে আশঙ্কাজনক অবস্থায় কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় আইপিএলে সঙ্গে যুক্ত সকলেই চরম শঙ্কায় ভুগছেন। সংবাদসংস্থা এএনআই-কে বোর্ডের এক কর্তা বলে দিয়েছেন, আরো কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
সেই কর্তা বলে দিয়েছেন, "আইপিএল শুরুর আগেই এমন খবর শুনলে সতর্কতার কথাই প্রথমে মাথায় আসবে। আমরা কঠোরভাবে প্রোটোকল ফলো করছি। তা সত্ত্বেও এমন খবর শুনলে আশঙ্কা তৈরি হয়।"
আরো পড়ুন: ট্র্যাজেডি! বিশ্বকাপজয়ী সেই টিম ইন্ডিয়া আর কখনো একসঙ্গে খেলেনি! জানুন কেন
এক ফ্র্যাঞ্চাইজির কর্তা বলে দিয়েছেন, "টুর্নামেন্ট শুরুর আগে এই ঘটনা ওয়েকআপ কল। অনেক সময় আমরা বাবলে প্রবেশ করে কিছুটা স্বচ্ছন্দ হয়ে পড়ি। তবে এই ঘটনাই বলে দিচ্ছে, সতর্কতার মার নেই। আরো কড়াভাবে প্রোটোকল ফলো করতে হবে।"
এপ্রিলের ১০-২৫ তারিখ পর্যন্ত ওয়াংখেড়েতে ১০টি আইপিএল ম্যাচ হবে। বর্তমানে সিএসকে, দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস মুম্বইয়ে ঘাঁটি গেড়েছে। মহারাষ্ট্রে নতুন করে ৪৭৮২৭জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবারই সাম্প্রতিক সময়ের সবথেকে বেশি কোভিড আক্রান্ত ধরা পড়েন ৮৮৩২ জন। এই নিয়ে টানা দুদিন মুম্বইয়ে একদিনে ৮৫০০-র বেশি কোভিড আক্রান্ত ধরা পড়লেন।
কেকেআর ব্যাটসম্যান নীতিশ রানা কোভিড টেস্টে পজিটিভ ধরা পড়ার পরেই নেগেটিভ হয়েছেন। নির্দিষ্ট সময়ে সেলফ আইসোলেশনে থাকার পরে ট্রেনিং শুরু করেছেন। কেকেআরের প্রথম ম্যাচেও খেলবেন তিনি।
টুর্নামেন্টের এসওপি অনুযায়ী, কোনো ক্রিকেটার কোভিড টেস্টে পজিটিভ ধরা পড়লে তাকে বায়ো বাবলের বাইরে বিশেষ স্থানে আইসোলেশনে থাকতে হবে। সেই সময় কোনোরকম শারীরিক পরিশ্রম ছাড়াই স্রেফ বিশ্রামে থাকতে হবে। টিমের চিকিৎসক নিয়মিত পরীক্ষা করবেন সংশ্লিষ্ট ক্রিকেটারকে। এর মধ্যে পরিস্থিতির অবনতি হলে সঙ্গেসঙ্গেই হাসপাতালে ভর্তি করতে হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন