তিনবারের চ্যাম্পিয়ন সিএসকে দল সম্প্রতি নতুন জার্সি লঞ্চ করেছে আইপিএলের ঠিক আগেই। সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য জার্সিতে ক্যামোফ্লেজ ডিজাইন করা হয়েছে। আবার নতুন জার্সিতে দেখা যাচ্ছে দলের লোগো-র ঠিক ওপরেই রয়েছে 'থ্রি স্টার'।
ধোনির হাতে লঞ্চ হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেয়েছে প্রশ্ন, কেন এই তিন তারা? তিন তারার অর্থ আইপিএলে ধোনির নেতৃত্বাধীন সিএসকে তিনবারের চ্যাম্পিয়ন। ২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার পর তিনবার বিজয়ীর পোডিয়ামে দাঁড়িয়েছেন ধোনিরা।
আরো পড়ুন: ভুল ক্রিকেটাররা পেলেন ম্যাচ-সিরিজ সেরার পুরস্কার! ক্ষোভে গর্জে উঠলেন কোহলি
২০১০ এবং ২০১১ সালে টানা দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। তারপরে ২০১৮ সালে আরো একবার ট্রফি হাতে তোলে হলুদ জার্সির দল। সেই বছরেই আবার দু-বছরের নির্বাসন কাটিয়ে সিএসকে প্রত্যাবর্তন করেছিল আইপিএল সংসারে। সিএসকে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ধোনির হাতে জার্সি উদ্বোধনের ভিডিও।
যাইহোক, সিএসকে আইপিএলের প্রথম দল হিসেবে ট্রেনিং শুরু করে। মার্চের শুরু থেকেই মাঠে নেমে পড়েছিলেন ধোনি এন্ড কোং-রা। সিএসকে ট্রেনিংয়ের শুরুর দিন থেকেই ছিলেন ধোনি, রুতুরাজ গায়কোয়াড, আম্বাতি রাইডুরা। মুম্বইয়ে সিএসকে স্কোয়াডে যোগ দিয়েছেন সুরেশ রায়না, ডোয়েন ব্রাভোরা।
গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল সিএসকের ইতিহাসে নিকৃষ্টতম। টুর্নামেন্টে প্রথমবারের মত প্লে অফে যোগ্যতাঅর্জন করতে পারেননি ধোনিরা। সাত নম্বরে থেকে মরশুম শেষ করেছিল ধোনিরা। তবে এই মরশুমে সিএসকে স্কোয়াডে যোগ দিয়েছেন মঈন আলি, কে গৌতমরা। তিনবারের চ্যাম্পিয়নরা আসন্ন আইপিএলে নিজেদের সর্বশক্তি উজাড় করে দেবে।
গত বছর সিএসকে-কে ভুগিয়েছিল টপ অর্ডার। ব্যক্তিগত কারণে গত বছর দলে যোগ দেননি সুরেশ রায়না। এবার টপ অর্ডারকে ভরসা জোগাতে হাজির থাকছেন তিনি। এপ্রিলের ১০ তারিখে সিএসকে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন