টি২০ বিশ্বকাপের আগে বড় ধাক্কা ভারতীয় দলের। ফিটনেস ইস্যুতে আইপিএল থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর। টি২০ বিশ্বকাপেও তারকা অলরাউন্ডারের অংশগ্রহণ প্রশ্নের মুখে। ইংল্যান্ডে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তারপরে এনসিএ-তে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না তিনি। সূত্রের খবর, কয়েকদিন আগেই এনসিএ-তে ফিটনেস টেস্ট দিতে হাজির হয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তবে সেই টেস্টে উত্তীর্ণ হতে পারেননি তিনি।
আরসিবিতে খেলা তারকা ভারতীয় জাতীয় দলের হয়র ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। তবে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমে আঙুলে চোট পেয়ে বসেন তারকা। প্রস্তুতি ম্যাচে ভারতের বিরুদ্ধে কাউন্টি একাদশের হয়ে নেমেছিলেন তিনি। তবে মহম্মদ সিরাজের বলে আঙুলে চোট পান। তারপরেই ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান তিনি।
আরও পড়ুন: ওয়ানডের সর্বকালের সেরা বোলিংয়ের নজির তাঁরই! আচমকা অবসর ঘোষণা তারকা ভারতীয়র
সোমবার আরসিবি-র তরফে বিবৃতিতে জানানো হয়, "আঙুলে চোটের কারণে আসন্ন আইপিএলের বাকি পর্বে খেলতে পারবেন না তিনি।" ওয়াশিংটনের বদলে আরসিবিতে পরিবর্ত হিসেবে যোগ দিলেন নেট বোলার হিসাবে আরসিবি স্কোয়াডে থাকা বাংলার আকাশদীপ সিং।
আইপিএলের পরেই টি২০ বিশ্বকাপের আসর বসছে আমিরশাহি মুলুকে। কোনও আইপিএলের ম্যাচ না খেলেই ওয়াশিংটনকে টি২০ বিশ্বকাপের স্কোয়াডে নির্বাচকরা রাখেন কিনা, সেটাই দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন