Advertisment

তৃতীয়বার IPL চ্যাম্পিয়ন হতে এই পাঁচ তারকাই তুরুপের তাস KKR-এর! চিনে নিন

তিনবার কাপ দখলের লড়াইয়ে নামবে কেকেআর। তবে ট্রফি জেতার জন্য নাইটদের জার্সিতে ফর্মে থাকতেই হবে পাঁচ তারকাকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলের তৃতীয় সফলতম দল কেকেআর। মুম্বই (পাঁচবার), সিএসকের (চারবার) পরেই সবথেকে বেশিবার ট্রফি জিতেছে কেকেআর। গৌতম গম্ভীরের নেতৃত্বেই দু-বার চ্যাম্পিয়ন হয়েছে নাইটরা। গত আইপিএলের ফাইনালেও পৌঁছেছিল কেকেআর। তবে সিএসকের কাছে পরাজিত হয়।

Advertisment

ইয়ন মর্গ্যান দুরন্ত নেতৃত্ব দিয়ে কেকেআরকে ফাইনালে তুললেও ব্যাট হাতে শোচনীয় ব্যর্থ ইংরেজ ক্যাপ্টেন। তাই নিলামের আগে মর্গ্যানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কেকেআর। নিলামেও তারকা অবিক্রিত থেকে গিয়েছেন। কেকেআর তার আগে রিটেন করেছিল সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ারকে।

নিলামে মোটামুটি নিজেদের দল গুছিয়ে নিয়েছে কেকেআর। সবথেকে বেশি অর্থ খরচ করে শ্রেয়স আইয়ারকে। তাঁকেই আপাতত আসন্ন মরশুমে নাইটদের নেতার ভূমিকায় দেখা যাবে। এছাড়াও নিলাম থেকে নাইটরা দলে ফিরিয়েছে নীতিশ রানা, প্যাট কামিন্সকে।

আরও পড়ুন: দল গঠনে বিস্তর গলদ! তিন সমস্যায় IPL-এ জেরবার হতে পারে মুম্বই ইন্ডিয়ান্স

তৃতীয় বার কাপ জয়ের জন্য এই পাঁচ তারকাকে কেকেআরের জন্য ভালো পারফরম্যান্স মেলে ধরতে হবে-
১) আলেক্স হেলস: কেকেআর নিলাম থেকে হার্ড হিটার আলেক্স হেলসকে কিনে নিয়েছে। টি২০ ফরম্যাটে যে কোনও দলের কাছে সম্পদ হেলস। ম্যাচের যে কোনও পরিস্থিতিতে রান রেট বাড়িয়ে বিপক্ষকে পিষে ফেলতে পারেন তারকা।

publive-image

টি২০-তে হেলসের স্ট্রাইক রেট ঈর্ষণীয়। বিশ্বের বাকি সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে হেলস দুরন্ত খেললেও আইপিএলে এখনও সেভাবে নিজেকে প্রমাণ করতে পারেননি। এই বছরেই যে তারকা সেরা ফর্মে থাকবেন না, কে বলতে পারে! টি২০ ফরম্যাটে প্ৰথম ইংরেজ ব্যাটসম্যান হিসেবে শতরানকারী হেলস কেকেআরকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।

আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস

২) ভেঙ্কটেশ আইয়ার:
ভেঙ্কটেশ আইয়ারের নামি ক্রিকেটারের হিসাবে উত্থান বলিউডি সিনেমার টুইস্টকেও হার মানাবে। এক মরশুম আগেও আইয়ারকে সম্ভবত কেউ চিনত না। তবে গত আইপিএলের দ্বিতীয় পর্বে কেকেআরের জার্সিতে সুযোগ পেয়েই রকেট গতিতে উত্থান ঘটেছে তারকার। দুর্ধর্ষ পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গাও করে নিয়েছেন তিনি। আপাতত টিম ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ব্যাট হাতে তো বটেই বল হাতেও উইকেট তোলার দক্ষতা রয়েছে মধ্যপ্রদেশের হয়ে খেলা এই তারকার।

publive-image

৩) আন্দ্রে রাসেল:
গত কয়েক বছর ধরেই রাসেল নাইটদের স্কোয়াডের একনম্বর তারকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দিল্লি ক্যাপিটালসে দুই মরশুম কাটানোর পরে রাসেল ২০১৪-য় কেকেআরে যোগ দেন। তারপরে বাকিটা ইতিহাস। একাধিক ম্যাচে কেকেআরকে যেমন জিতিয়েছেন, তেমন দলের এক্স ফ্যাক্টর হিসাবে তুলে ধরেছেন।

publive-image

এখনও পর্যন্ত ৮৪ টি আইপিএল ম্যাচে ১৭০০ রান করেছেন তারকা। গড় ২৯.৩১, স্ট্রাইক রেট ১৭৮.৫৭। নিজের ইনিংসে বরাবর বাউন্ডারির থেকে ওভার বাউন্ডারির সংখ্যা বেশি থাকে ক্যারিবীয় সুপারস্টারের। তবে ইদানীং সময়ে চোট আঘাতের কবলে পড়েছেন বারবার। এবার রাসেল চোটমুক্ত হয়ে দলকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করতে পারবেন? সেটাই দেখার।

৪) সুনীল নারিন:
আইপিএলের অন্যতম সফল স্পিনার সুনীল নারিন। ২০১২ সালে কেকেআর দলে যোগ দেওয়ার পর থেকেই দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। টানা ১০ মরশুম নাইটদের জার্সিতে খেলেছেন। আগামী দিনেও যে তিনি দলের অপরিহার্য অংশ থাকছেন, তা নিয়ে সন্দেহ নেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার বিশাল অভিজ্ঞতা রয়েছে ক্যারিবীয় তারকার। সবমিলিয়ে ৩০০-র বেশি টি২০ ম্যাচে খেলেছেন তিনি।

publive-image

আইপিএলে খেলেছেন ১৩৪ ম্যাচ। উইকেট নিয়েছেন ১৪৩টি। বোলিং গড় ২৪.৫৩। আইপিএলে কেরিয়ারের ইকোনমি রেট ৬.৭৪। কেকেআরকে কাপ জিততে হলে নারিনকে সেরা ফর্মে থাকতেই হবে।

৫) বরুণ চক্রবর্তী:
গত দুই মরশুমে কেকেআরের জার্সিতে মিস্ট্রি স্পিনারের মর্যাদা আদায় করে নিয়েছেন বরুণ চক্রবর্তী। কার্যত আনপ্লেয়েবল হয়ে উঠেছেন নাইটদের জার্সিতে। দলের প্রয়োজনে যে কোনও সময়ে উইকেট তুলতে সিদ্ধহস্ত তিনি।

২০১৮-য় তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে ডাক পান তারকা। ২০১৯-এ স্থানীয় ক্রিকেটে দুরন্ত খেলার পর পাঞ্জাব কিংসের হয়ে খেলার সুযোগ পান। ২০২০-তে নাইটরা নিলাম থেকে তামিল স্পিনারকে তুলে নেন। ৩১ আইপিএল ম্যাচে ২৩.৩১ গড়ে ৩৬ উইকেট নিয়েছেন। নাইটদের জার্সিতে এই অপ্রতিরোধ্য ফর্ম এবারেও ধরে রাখতে পারবেন তারকা, নজর থাকবে।

IPL KKR Kolkata Knight Riders
Advertisment